shono
Advertisement
Janhvi Kapoor-Sidharth Malhotra

রাত পোহালেই ছবি মুক্তি, শেষ মুহূর্তের প্রচারে শিরডি সাঁইবাবার মন্দিরে পুজো দিলেন জাহ্নবী-সিদ্ধার্থ

শেষ মুহূর্তের প্রচার সারতে শিরডি সাঁইবাবার মন্দিরে পৌছালো ছবির টিম।
Published By: Arani BhattacharyaPosted: 12:20 PM Aug 28, 2025Updated: 12:20 PM Aug 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির আগে 'পরম সুন্দরী' ছবির প্রচারে বিভিন্ন মন্দির ও অনুষ্ঠানকেই বেছে নিয়েছিল ছবির টিম। ছবি মুক্তির আর মাত্র একদিন। ২৯ আগস্ট মুক্তি পাবে 'পরম সুন্দরী'। তার আগে শেষ মুহূর্তের প্রচার সারতে শিরডি সাঁইবাবার মন্দিরে পৌছালো ছবির টিম। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুরের ভিডিও।

Advertisement

সেখানে দেখা যাচ্ছে, সাদা রঙের ফ্লোরাল প্রিন্টেড একটি সালোয়ার স্যুটে সেজে মন্দিরে পুজো দিতে এসেছেন জাহ্নবী। সঙ্গে রয়েছেন সিদ্ধার্থও। পুজো দিচ্ছেন তাঁরা মন দিয়ে। নিজেদের নতুন ছবির ভালো ফলের আশায় প্রার্থনায় কোনও ত্রুটি রাখেননি তাঁরা। উল্লেখ্য, এর আগে তিরুমালা মন্দির থেকে, জন্মাষ্টমীর দহি হান্ডির অনুষ্ঠান এমনকি দিল্লির রাস্তায় জমিয়ে স্ট্রীট ফুড খেয়ে অনুরাগীদের মাঝে ছবির প্রচার চালিয়েছেন তাঁরা। এবার শেষ মুহূর্তের প্রচার পর্ব চলল শিরডি সাঁইবাবার মন্দিরে।

 

এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর নজর কেড়েছে জাহ্নবীর মোহিনীঅট্টম নাচ। শুধু তাই নয় ট্রেলারে জাহ্নবীকে দেখা যাচ্ছে রীতিমতো সিদ্ধার্থ ও মনজোত সিংকে দক্ষিণী ভাষাগুলির পার্থক্য বোঝাতে। অর্থাৎ তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম ভাষার মধ্যে পার্থক্য কতটা তা ধরে ধরে বুঝিয়ে দিতে। সঙ্গে হিরোসুলভ হাবভাব ফুটিয়ে তুলতে সিদ্ধার্থ বেশ সিদ্ধহস্ত। আর তার জন্য ছবির হিরো শরণাপন্ন হয়েছে আট থেকে আশির পছন্দের হিরো শাহরুখ খানের। সব মিলিয়ে নজর কেড়েছে ‘পরম সুন্দরী’ ছবির ট্রেলার। ট্রেলার দেখে দর্শক বলছেন পুরনো দিনের বলিউড ছবির আমেজ ফিরে আসতে পারে এই ছবির হাত ধরে। এখন তাই অপেক্ষা রাত পোহালেই ছবি মুক্তির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুক্তির আগে 'পরম সুন্দরী' ছবির প্রচারে বিভিন্ন মন্দির ও অনুষ্ঠানকেই বেছে নিয়েছিল ছবির টিম।
  • ছবি মুক্তির আর মাত্র একদিন। ২৯ আগস্ট মুক্তি পাবে 'পরম সুন্দরী'।
  • ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুরের ভিডিও।
Advertisement