shono
Advertisement
Janhvi Kapoor

'ঋতুস্রাবের যন্ত্রণা সহ্য করতে হলে পারমাণবিক যুদ্ধ বাঁধাতেন পুরুষরা', বিস্ফোরক জাহ্নবী

অভিনেত্রীর মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে চলছে জোর আলোচনা।
Published By: Sayani SenPosted: 01:36 PM Apr 19, 2025Updated: 01:42 PM Apr 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋতুস্রাবের যন্ত্রণা নিয়ে বরাবরই তর্কের শেষ নেই। বেশিরভাগ মহিলারই দাবি তা বেশ কষ্টকর। তবে পুরুষদের অনেকেই যন্ত্রণা নিয়ে সংশয় প্রকাশ করেন। আবার তাতে মহিলাদের দাবি, একবার জীবনে কমপক্ষে এই যন্ত্রণা সহ্য করলে, তবে হাড়ে হাড়ে টের পেতেন পুরুষরা। এই তর্ক বিতর্কের মাঝে সম্প্রতি এক সাক্ষাৎকারে ঋতুস্রাবের ব্যথা নিয়ে পুরুষদের একহাত নিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর।

Advertisement

ঋতুস্রাবের সময় বহু মহিলার মেজাজ বিগড়ে থাকে। সেকথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, "যদি আমি কোনও কথা বলতে চাই বা তর্ক করি তাহলে অনেক পুরুষই জানতে চান, এটা কি মাসের সেই সময়? যদি সত্যি কোনও পুরুষ মহিলাদের শারীরিক সমস্যা নিয়ে উদ্বিগ্ন হন তাহলে এই প্রশ্ন করা উচিত নয়। তাঁর বলা উচিত, এটা কি মাসের সেই সময়? আপনার কিছুটা সময়ের প্রয়োজন? আমাদের সবসময় হরমোন নিয়ন্ত্রণে থাকে না। আমরা যে যন্ত্রণা সহ্য করি, তা পুরুষরা সহ্য করলে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যেত।" অভিনেত্রীর এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই সোশাল মিডিয়ায় জোর চর্চা। সিংহভাগ মহিলা তাঁর পাশে দাঁড়িয়েছেন। পুরুষরা বেশ দ্বিধাবিভক্ত।

শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর বলিউডে পা দিয়েছেন, তা বেশ কয়েক বছর হল। নানা কারণে, জাহ্নবী খবরে থাকলেও, তাঁর সিনেমার কেরিয়ার এখনও বেশ টলমল। গত বছর 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি', 'উলঝা', 'দেভারা: পার্ট ১' মুক্তি পেয়েছে। অভিনেত্রী বর্তমানে 'তুলসী কুমারী' নিয়ে ব্যস্ত। চলতি বছর ছবি মুক্তির কথা। এরপর তেলুগু ছবি 'পেড্ডি'তে কাজ করার কথা তাঁর। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের ২৭ মার্চ ছবি মুক্তির কথা। আসন্ন ছবিগুলি তাঁর ভাগ্য ফেরাতে পারে কিনা, সেটাই এখন দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঋতুস্রাবের ব্যথা নিয়ে পুরুষদের একহাত নিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর।
  • তিনি বলেন, "ঋতুস্রাবের যন্ত্রণা সহ্য করতে হলে পারমাণবিক যুদ্ধ করতেন পুরুষরা।"
  • অভিনেত্রীর মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে চলছে জোর আলোচনা।
Advertisement