shono
Advertisement
Janhvi Kapoor

অক্ষয়ের 'স্কাই ফোর্স'-এ প্রেমিকের ভাইয়ের ডেবিউ, 'হবু শাশুড়ি'কে নিয়ে তিরুপতিতে জাহ্নবী

ভারতের প্রথম এয়ার স্ট্রাইকের গল্প বলবে 'স্কাই ফোর্স'। রবিবারই প্রকাশ্যে এল ছবির ট্রেলার।
Published By: Suparna MajumderPosted: 02:54 PM Jan 05, 2025Updated: 05:51 PM Jan 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে এখনও হয়নি। তবে প্রেমিক শিখর পাহাড়িয়ার পরিবারের জন্য এখন থেকেই যেন বউমার দায়িত্ব পালন করছেন জাহ্নবী কাপুর। অক্ষয় কুমারের 'স্কাই ফোর্স' সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করছেন শিখরের ভাই বীর পাহাড়িয়া। রবিবারই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। তার আগে শিখর ও তাঁর মাকে নিয়ে তিরুপতি মন্দিরে গিয়েছিলেন শ্রীদেবীকন্যা। প্রেমিকের ভাইয়ের সাফল্য কামনাতেই কি জাহ্নবীর এই তিরুপতি দর্শন? উঠছে প্রশ্ন।

Advertisement

শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবী কাপুরের প্রেম নিয়ে আর রাখঢাক নেই। বিটাউনের হাইপ্রোফাইল পার্টি থেকে আম্বানিদের বিয়ে, সর্বত্র শিখরের হাত ধরে ঘোরেন শ্রীদেবীকন্যা। মেয়ের সম্পর্কে বাবা বনি কাপুরের সায়ও আছে। শিখরের পরিবারের সঙ্গেও যে জাহ্নবীর সম্পর্ক বেশ ভালো তা এই ভিডিও দেখেই বোঝা যায়। নিজের জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনার সময় তিরুপতি দর্শন করেন জাহ্নবী। এখন শিখর তাঁর নিত্যসঙ্গী। এবারে 'হবু শাশুড়ি'কেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। তিনজনই ভক্তিভরে করেন প্রার্থনা।

 

বিজনেস টাইকুন সঞ্জয় পাহাড়িয়ার ছেলে শিখর ও বীর। শিখর নিজে পেশাদার পোলো খেলোয়াড়। এর পাশাপাশি ব্যবসাও সামলান তিনি। শিখরের মা আবার প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ রাজনীতিবিদ সুশীল কুমার শিণ্ডের কন্যা। 

গত বছর আম্বানিদের বিয়ের অনুষ্ঠান কাটিয়েই খাদ্যে বিষক্রিয়ার জেরে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল জাহ্নবী কাপুরকে। দিন দুয়েক থাকার পর ছাড়া পেয়েছিলেন। সেই সময় নাকি হাসপাতালে দিনভর অভিনেত্রীর যত্ন নেন শিখর পাহাড়িয়ার মা। শুধু তাই নয়, 'হবু শাশুড়ি' নাকি চিকিৎসকদের সঙ্গেও কথা বলে কড়া পর্যবেক্ষণে রেখেছিলেন জাহ্নবীকে। এদিকে 'হবু দেওরে'র প্রশংসায় পঞ্চমুখ জাহ্নবী। ইনস্টা স্টোরিতে বীরকে 'স্টার' খেতাব তিনি দিয়েই দিয়েছেন। ১৯৬৫ সালের ইন্দো-পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের সারগোধা বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে ভারতীয় সেনা। সেই কাহিনি উঠে এসেছে 'স্কাই ফোর্স'-এর ট্রেলারে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবারই 'স্কাই ফোর্স'-এর ট্রেলার প্রকাশ্যে এসেছে।
  • তার আগে শিখর ও তাঁর মাকে নিয়ে তিরুপতি মন্দিরে গিয়েছিলেন জাহ্নবী।
Advertisement