shono
Advertisement
Jaya Bachchan

'টয়লেট: এক প্রেম কথা' বিশ্রী-ফ্লপ ছবি! ভরা সভায় অক্ষয়কে তোপ জয়া বচ্চনের

এই ছবির নাম নিয়ে বেজায় আপত্তি রয়েছে অমিতাভ ঘরনির।
Published By: Manasi NathPosted: 05:36 PM Mar 19, 2025Updated: 05:53 PM Mar 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদানীং কালে প্রায়শই প্রকাশ্যে মেজাজ হারাতে দেখা যাচ্ছে অভিনেত্রী তথা রাজ্যসভার সাংসদ জয়া বচ্চনকে। ছবিশিকারিদের সামনে তাঁর মেজাজ হারানোর একাধিক ঘটনা তো ইতিপূর্বে সোশাল মিডিয়ায় সকলেই দেখেছেন। এবার তাঁর কটাক্ষের শিকার হলেন অক্ষয় কুমার। তবে অভিনেতাকে সরাসরি আক্রমণ করেননি জয়া। সম্প্রতি এক আলোচনাসভায় যোগ দিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। সেখানেই অক্ষয় অভিনীত 'টয়লেট: এক প্রেম কথা' ছবি নিয়ে প্রশ্ন উঠতেই ক্ষোভে ফেটে পড়েন অভিনেত্রী।

Advertisement

২০১৭-এ মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার ও ভূমি পেডনেকর অভিনীত 'টয়লেট: এক প্রেম কথা' ছবিটি। সেসময় বক্স অফিসে সাড়াও ফেলেছিল এই মুভি। কিন্তু এই ছবির নাম নিয়ে বেজায় আপত্তি রয়েছে অমিতাভ ঘরনির। তাঁর মতে, "ছবিটার নাম দেখুন। যে ছবির এমন নাম, সেই ছবি আমি কখনওই দেখতে যাব না।" প্রশ্ন ছুড়ে দেন, "এটা একটা নাম হল?" তবে এখানেই থামেননি অভিনেত্রী। ক্ষোভ উগরে দিয়ে বলেন, "আপনাদের মধ্যে কতজন এমন বিশ্রী নামের ছবি দেখতে যাবেন? বিষয়টা সত্যিই খুব দুঃখজনক। এটা একেবারেই একটা অসফল ছবি।"

প্রসঙ্গত উল্লেখ্য, অক্ষয়-ভূমি অভিনীত 'টয়লেট: এক প্রেম কথা'র কাহিনির মধ্যে দিয়ে মূলত বাড়িতে শৌচালয় থাকার গুরুত্ব তুলে ধরা হয়েছিল। ছবিতে ভূমি অভিনীত চরিত্রটির নামও ছিল জয়া। তবে বর্ষীয়ান অভিনেত্রীর মন্তব্য নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি অক্ষয় কুমার। বর্তমানে তিনি 'কান্নাপ্পা' ছবির কাজে ব্যস্ত রয়েছেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জয়ার কটাক্ষের শিকার অক্ষয়।
  • 'টয়লেট: এক প্রেম কথা' ছবির নাম নিয়ে বেজায় আপত্তি রয়েছে অমিতাভ ঘরনীর।
  • "এটা একেবারেই একটা অসফল ছবি" দাবি জয়ার।
Advertisement