shono
Advertisement

Breaking News

Digha Jagannath Temple

'দিঘার ছেলেমেয়েদের কর্মসংস্থান হবে', জগন্নাথধাম হওয়ায় '১০০ শতাংশ' নিশ্চিত জিৎ

মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকতে পেরে কেমন অনুভূতি? জানালেন গায়ক-সুরকার।
Published By: Sandipta BhanjaPosted: 06:22 PM Apr 30, 2025Updated: 09:11 PM Apr 30, 2025

শম্পালী মৌলিক: বুধবার বহু প্রতীক্ষিত অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে জগন্নাথদেবের প্রাণপ্রতিষ্ঠার উৎসব সম্পন্ন হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আমন্ত্রণে অনুষ্ঠানে হাজির হয়েছেন টলিপাড়ার একঝাঁক তারকা। নীল জলরাশি আর আকাশের সন্ধিস্থলে এ যেন একটুকরো স্বর্গ। বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন নচিকেতা চক্রবর্তী, ডোনা গঙ্গোপাধ্যায়, ইমন চক্রবর্তী, অদিতি মুন্সি-সহ আরও অনেকে। সেই তালিকাতে রয়েছেন গায়ক-সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়ও। শ্রীক্ষেত্র দিঘায় জগন্নাথধাম উদ্বোধনের মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকতে পেরে কেমন অনুভূতি? সংবাদ প্রতিদিন ডট ইন-কে জানালেন জিৎ।

Advertisement

অন্যান্য শিল্পীদের সঙ্গে দিন দুয়েক আগেই দিঘায় পৌঁছে গিয়েছেন গায়ক-সুরকার। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর লেখা দুটি গানও গেয়েছেন তিনি। শত ব্যস্ততার মাঝেই দিঘা থেকে ফোনে ধরা দিয়ে জিৎ গঙ্গোপাধ্যায় জানালেন, "মন্দিরের ভিতরে ঢুকেই ঐশ্বরিক অনুভূতি হল। এত নিখুঁত কারুকার্য করা মন্দিরজুড়ে। বাণিজ্যিক দিক থেকে দিঘা অনেকটা এগিয়ে যাবে। আমি একশো শতাংশ নিশ্চিত পর্যটন শিল্পের হাত ধরে দিঘার ছেলেমেয়েদেরও ভালো কর্মস্থান হবে।"

বঙ্গোপসাগরের সৈকতভূমিতে পর্যটন শিল্পের সঙ্গে আধ্যাত্মিকতার মিলন ঘটায় উচ্ছ্বসিত জিৎ। বললেন, "ছোটবেলায় একসময়ে যখন দিঘা আসতাম, তখন দেখতাম অনেক ভিড় হত। কিন্তু বম্বেতে থেকেও বন্ধুবান্ধবদের থেকে শুনেছি মাঝে দিঘা নিয়ে পর্যটকদের উন্মাদনা অনেকটাই কমে গিয়েছিল। তবে এবার জগন্নাথ ধাম হওয়ার সুবাদে অর্থনীতির দিক থেকে অনেকটা এগিয়ে যাবে সৈকত শহর। দিদির লেখা 'এই পৃথিবী একটাই দেশ' এবং 'উৎসব' আমার সুর করা গান দুটি গাইলাম আজ।" গায়ক-সুরকার জানিয়েছেন, "মঙ্গলবার যজ্ঞ, আরতি হওয়ার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা চলে গেলাম পার্কে। সেখানে চা চক্রে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, রূপঙ্কর বাগচি, অদিতি মুন্সি, আমরা সকলে একটু গানবাজনা করেছিলাম।" জগন্নাথধামের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে পৌঁছে গিয়েছিলেন দেব, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, লাভলি মৈত্র, শ্রীকান্ত মোহতা, অরিন্দম শীল প্রমুখ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শ্রীক্ষেত্র দিঘায় জগন্নাথধাম উদ্বোধনের মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকতে পেরে উচ্ছ্বসিত জিৎ গঙ্গোপাধ্যায়।
  • বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর লেখা দুটি গানও গেয়েছেন তিনি।
  • জিৎ গঙ্গোপাধ্যায় জানালেন, "মন্দিরের ভিতরে ঢুকেই ঐশ্বরিক অনুভূতি হল।"
Advertisement