shono
Advertisement
Jeetu-Rituparna

বদলে গেলেন নায়ক! হিট গানে জীতুর সঙ্গে কোমর দোলালেন ঋতুপর্ণা

২৫ বছরের সেই পুরনো গান 'চোখ তুলে দেখ না...' এখনও হিট। সেই গানে জীতুর সঙ্গে কোমর দোলালেন ঋতুপর্ণা।
Published By: Utsha HazraPosted: 05:03 PM Mar 04, 2025Updated: 05:28 PM Mar 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের সঙ্গে যেমন সিনেমার গল্প বদলেছে তেমনই আবার বদলেছে গানের ধরন। কিন্তু এত পরিবর্তনের মাঝেও বাঙালির বিয়েতে একটি গান না বাজলে যেন সেই বিয়েই অসম্পূর্ণ। ২৫ বছরের সেই পুরনো গান 'চোখ তুলে দেখ না...' এখনও হিট। হরনাথ চক্রবর্তী পরিচালিত 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' ছবির হিট গান। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত হিট গান। তাই তো বিয়েবাড়ি থেকে কোনও ফিল্মি পার্টি সর্বত্র এই গান চলবেই চলবে। তেমনই একটি রিল ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করলেন জীতু কমল।

Advertisement

তবে জীতু-ঋতুপর্ণার ভিডিয়ো দেখে তাঁদের অনুরাগীরা উচ্ছ্বসিত। নিজের সেই হিট গানে জীতুর সঙ্গে কোমর দোলালেন ঋতুপর্ণা। সেই ভিডিয়ো পোস্ট করে নায়িকার প্রশংসায় পঞ্চমুখ জীতু। পোস্ট করে তিনি লেখেন, "তিনি সিনিয়র কিন্তু তিনি আমাদের জায়গা দেন যাতে বেড়ে উঠতে পারি।"

ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমেই টলিপাড়ায় হাতেখড়ি জীতুর। তার পর ধীরে ধীরে তাঁর পরিধি বেড়েছে। বড় পর্দায়ও নিজের জায়গা করে নিয়েছেন নায়ক। এ দিন ঋতুপর্ণার সঙ্গে নায়কের এই ভিডিও রীতিমতো ভাইরাল নেটপাড়ায়।  নায়িকার পরনে ছিল জ্যাকেট দেওয়া খয়েরি ও সোনালি রঙের চুড়িদার। সেই সঙ্গে হাতে চুরি, গলায় লম্বা হার ও কপালে বড় টিপ । অন্যদিকে, তাঁর পাশেই মেরুন রঙের শার্ট, কালো প্যান্ট ও রোদচশমায় নজর কেড়েছিলেন নায়ক।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সময়ের সঙ্গে যেমন সিনেমার গল্প বদলেছে তেমনই আবার বদলেছে গানের ধরন।
  • কিন্তু এত পরিবর্তনের মাঝেও বাঙালির বিয়েতে একটি গান না বাজলে যেন সেই বিয়েই অসম্পূর্ণ।
  • ২৫ বছরের সেই পুরনো গান 'চোখ তুলে দেখ না...' এখনও হিট।
Advertisement