বিশেষ সংবাদদাতা: সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'উমা' ছবি দিয়েই অভিনয়ে হাতখেড়ি করেছিলেন যিশু-নীলাঞ্জনা (Jisshu, Nilanjana) কন্যা সারা সেনগুপ্ত (Sara Sengupta)। জীবনের প্রান্তিক সময় এসে শুধুমাত্র সহজ-সরল শিশুসুলভ ভালোবাসার জোরেই সকলকে একসূত্রে বাঁধা 'উমা' এখন অনেকটাই পরিণত। তবে তার পর থেকে আর পর্দায় তাঁর আবির্ভাব ঘটেনি। বাস্তবজীবনে বর্তমানে চুটিয়ে মডেলিং করছেন। তবে এবার বড়পর্দায় সারা সেনগুপ্তর প্রত্যাবর্তন। তবে বাংলা ইন্ডাস্ট্রিতে নয়, সুদূর মায়ানগরীতে বলিউড ছবির হাত ধরেই সারার অভিনয় কেরিয়ারে বড় ব্রেক আসতে চলেছে। সূত্রের খবর অন্তত তেমনটাই।
বর্তমান প্রজন্মের অন্যতম সম্ভাবনাময় মুখ নিঃসন্দেহে সারা সেনগুপ্ত। যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার বড় মেয়ে ইতিমধ্যেই মডেলিং জগতে নজর কেড়েছেন তাঁর স্টানিং লুক্, উপস্থিতি এবং মার্জিত ব্যক্তিত্বের কারণে। একাধিক আইকনিক ফ্যাশন ব্র্যান্ডের শোতেও দেখা গিয়েছে সারাকে। তার জন্যে প্রশংসাও কুড়িয়েছেন বিস্তর। এবার কানাঘুষো শোনা যাচ্ছে, হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছেন সারা সেনগুপ্ত। চমক অবশ্য এখানেই শেষ নয়! সলমন খানের ব্যানার থেকে লঞ্চ করা হতে পারে যিশুকন্যাকে। সবকিছু ঠিকঠাক থাকলে যিশু-নীলাঞ্জনার জন্য খুশির খবর আসবে এই নতুন বছরেই।
প্রসঙ্গত, ২০১৮ সালে সৃজিত মুখোপাধ্যায়ের 'উমা' ছবিতে সারা সেনগুপ্ত প্রথমবার অভিনয় করেন। শুরুতেই দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। সারার রক্তে অভিনয়, ফলে অভিনয়ের পরম্পরা এগিয়ে নিয়ে যেতে তিনি যে প্রস্তুত, সেটা বলাই বাহুল্য। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার। যে কোনও অনুষ্ঠান, কি ফোটোশুট, সারা লাইমলাইট টানেন তাঁর সহজ সৌন্দর্যে। যিশুর সঙ্গে ব্যক্তিগত জীবনে নানা ঝড়ের মাঝেও, দুই কন্যাকে আঁকড়েই নীলাঞ্জনা জীবনের পথ চলা শুরু করেছেন। এর মধ্যেই সারার কেরিয়ারে বড়সড় বাঁক আসার সম্ভাবনা। এবার নতুন বছরে শুধু তাঁর বলিউড ব্রেকের সুখবরে সিলমোহর পড়ার অপেক্ষা।