সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর ঘুরে উমা আসছে ঘরে। দিকে দিকে প্রস্তুতি তুঙ্গে। ব্যবসায়ী থেকে শিল্পীরা যেমন ব্যস্ত, ঠিক তেমনই এবার পুজোর আগে ব্যস্ততা চরমে যিশু সেনগুপ্ত, সৌরভ দাসরা। কী ভাবছেন, নতুন কোনও ছবির শুটিং? একেবারেই নয়। এবার পুজোর মিউজিক ভিডিওর পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন যিশু। যেখানে উৎসবের মেজাজে ধরা দেবেন দর্শনা বনিক।
দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির জন্য সৌরভ দাসের প্রযোজনা সংস্থা হোয়াই সো সিরিয়াস'র প্রযোজনায় পুজোর এই গানের অ্যালবামটির পরিচালক যিশু। ইন্দ্রদীপ দাসগুপ্তের সুরে অন্তরা মিত্রর কণ্ঠে শোনা যাবে নতুন গান 'দুগ্গা মা এসেছে'। গানটি লিখেছেন প্রসূন। সেখানেই প্রধান মুখ অভিনেত্রী দর্শনা। নতুন এই গানের শুটিংয়ের দৃশ্য সম্প্রতি প্রকাশ্যে এসেছে।
সৌরভ দাসের প্রযোজনা সংস্থার এটিই প্রথম কাজ। ইতিমধ্যে শেষ হয়েছে শুটিং। পুজোর নস্ট্যালজিয়ায় বুঁদ হয়ে পরিচালক যিশু বলেন, "পুজো আমাদের কাছে রিইউনিয়নের মতো। গোটা পাড়াটাই যেন একটা পরিবারের মতো হয়ে ওঠে৷ বন্ধুত্ব, প্রেম, খুনসুটি সব রকমের আবেগ মিলেমিশে যায় উৎসব কে কেন্দ্র করে। ভিডিওর মাধ্যমে সে রকম একটা গল্প বলতে চেয়েছি।"
অন্যদিকে সৌরভ দাসেরও ইন্ডাস্ট্রিতে এ এক নতুন পথচলা। অভিনেতা প্রযোজক সৌরভ দাস বলেন, "আমাদের প্রোডাকশন হাউস থেকে ভালো সিনেমা, ভালো গান, ভালো ওয়েবসিরিজ বানানো হবে দর্শকের পছন্দের কথা মাথায় রেখে। শুধু সিনেমা নয়, বিনোদনের এর সমস্ত ধরনের রসদ আমরা জোগান দেওয়ার চেষ্টা করব। দর্শকের কাছে ভালো প্রজেক্ট উপহার দেব। আরও প্রস্তুতি চলছে, সেগুলো ক্রমশ প্রকাশ্যে। আশা করছি পুজোর এই গান সবার ভালো লাগবে।" উল্লেখ্য, আগামী ২৯ আগস্ট এই পুজোর গানটি অনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে।
