অর্ণব দাস: ২০২৪ সালে কলকাতা এবং শান্তিনিকেতনে এসে নতুন হিন্দি সিনেমা 'মা'য়ের শুটিং করেছিলেন কাজল। সেই সময়ও আউশগ্রাম থেকে শুটিং সেরে ফিরে মা তনুজা এবং ছেলে যুগকে নিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিয়েছিলেন মুম্বইয়ের মুখার্জি পরিবারের স্টার-কন্যা। আর এবার সেই সিনেমার প্রচারও শুরু করলেন কলকাতা থেকেই। একেই হয়তো বলে শিকড়ের টান!
বৃহস্পতিবার সাতসকালে দক্ষিণেশ্বরে পৌঁছে গিয়েছেন কাজল। প্রচারের প্রাক্কালে ভক্তি ভরে মা ভবতারিণীর পুজো দিলেন। পরনে হালকা গোলাপি সিল্কের শাড়ি। মানানসই জড়োয়ার কানপাশা। হালকা মেকআপ আর লিপস্টিক। তাতেই যেন লাবণ্যময়ী বঙ্গকন্যা। এদিকে দক্ষিণেশ্বরে কাজলকে (Kajol Visits Dakshineswar Temple) দেখতে উপচে পড়ে ভিড়। জানা গেল, বলিউড অভিনেত্রীর আগমনে মন্দির ঘিরে কড়া নিরাপত্তা ছিল। পুজো দিয়ে বেরিয়ে কাজল বললেন, "কলকাতা এসে খুব ভালো লাগছে। মনে হচ্ছে, আমি আমার মায়ের বাড়ি এসেছি। দক্ষিণেশ্বরের মায়ের উপর আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে। ছবির প্রিমিয়ারের আগে মায়ের আশীর্বাদ নিতে এসেছি।"
দক্ষিণেশ্বরে কাজল
আগামী ২৭ জুন প্রেক্ষাগৃহে আসছে 'মা'। রহস্য-রোমাঞ্চে মোড়া ভৌতিক ছবি। পৌরাণিক কাহিনি ভিত্তিক এই সিনেমার মোশন পোস্টার ইতিমধ্যেই গায়ে কাঁটা ধরিয়েছে। হিন্দি, বাংলা, তামিল, তেলুগু মোট চার ভাষায় মুক্তি পাবে কাজলের ছবি। আর তার প্রাক্কালেই কলকাতায় এসে মা ভবতারিণীর শরণাপন্ন বলিউডের বঙ্গকন্যা। গতবছর মার্চ মাসে টানা বেশ কয়েকদিন বাংলায় এসে কাটিয়ে গিয়েছিলেন কাজল (Kajol)। উপলক্ষ্য ‘মা’ সিনেমার শুটিং। পরিচালনায় বিশাল ফুরিয়া। যিনি এর আগে নুসরত বরুচাকে নিয়ে ‘ছোড়ি’র মতো গা ছমছমে ভুতুড়ে সিনেমা উপহার দিয়েছিলেন। তার পরিচালনাতেই ‘মা’ ছবিতে কাজ করেছেন কাজল। যেখানে রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত এবং খেরিন শর্মাকে দেখা যাবে। কাজলকে দেখা যাবে মায়ের ভূমিকায়। সর্বশক্তি দিয়ে যে কিনা নিজের মেয়েকে এক অতিপ্রাকৃতিক শক্তি থেকে বাঁচানোর জন্য লড়াই করছে।
পরিচালক সমু মুখোপাধ্যায় ও তনুজার মেয়ে কাজল (Kajol)। ছোটবেলা থেকেই বাঙালি সংস্কৃতিকে সঙ্গে নিয়ে বেড়ে উঠেছেন তিনি। এখনও দুর্গাপুজোয় শাড়ি পরে ঠিক বাঙালি মেয়েদের মতো সেজে ওঠেন। নিজের হাতে অতিথিদের পরিবেশন করেন ভোগ প্রসাদ। বাংলার সঙ্গেও তাঁর অদ্ভুত নাড়ির টান। মা ছবির বাংলা ভার্সনে তাঁকে কেমন লাগবে দেখতে? নজর থাকবে সেদিকে।
