সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলি উপলক্ষে সেলেবদের ব্যস্ততা বেড়েছে দ্বিগুণ। গত দু দিন ধরেই কলকাতা এবং শহরতলী তো বটেই এমনকী জেলাতেও পুজোর উদ্বোধনে যাচ্ছেন তারকারা। কল্যাণীতে দেব। মধ্যমগ্রামে নুসরত জাহান তো আবার মেদিনীপুরে বনি সেনগুপ্ত, ধূপগুড়িতে প্রিয়াঙ্কা সরকার,ত এদিকে বারাসতের কালীপুজোয় (Kali Puja 2024) অনির্বাণ ভট্টাচার্য। টলিউড নক্ষত্ররা বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছিলেন কালীপুজোর উদ্বোধনে। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) ক্ষেত্রেও তার অন্যথা হয়নি।
শুভশ্রী এবার পৌঁছে গিয়েছিলেন জিয়াগঞ্জে। অরিজিৎ সিংয়ের পাড়ার কালীপুজোর উদ্বোধন করতে। পুজো প্যান্ডেলের ফিতে কাটার পাশাপাশি অভিনেত্রীকে গান গেয়েও শ্রোতা-অনুরাগীদের মনোরঞ্জন করতেও দেখা যায়। পরনে হলুদ সালোয়ার। খোলা চুল। টলিউডের সুপারস্টার নায়িকাকে দেখতে ভিড় জমিয়েছিলেন জিয়াগঞ্জের মানুষেরা। আর সেখানেই পুজো উদ্বোধনের পর মঞ্চে উঠে দেবের সিনেমার গান গাইলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কোন গান? শুভশ্রীর কণ্ঠে শোনা যায়, দেবের হিট সিনেমা 'পরাণ যায় জ্বলিয়া' ছবির ঢাকের তালে গানটি। সাবলীলভাবেই গাইছিলেন অভিনেত্রী। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ভাইরাল হতেও সময় নেয়নি। যা শুনে 'প্রাক্তন' বা 'পুরনো প্রেমের' বিষয়টি মনে করিয়ে দিলেন আবার অনুরাগীদের একাংশ।
শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের গান গাওয়ার সেই ভিডিও দেখে আবার নেটপাড়ার একাংশ কটাক্ষ করেছেন। কারও মন্তব্য, 'এতো বেসুরো!' কেউ বা লিখলেন, 'আরও ভালো হতে পারত!' যদিও নেটপাড়ার মতামতে কোনও দিনই কিছু যায় আসেনি শুভশ্রীর। ট্রোলিংকে কোনওদিনই পাত্তা দেননি তিনি। তবে দিওয়ালির দিন জমকালো ফটেশুটে আবার নেটপাড়ার ঘুমও কেড়ে নিলেন।