সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কন্নড় ভাষার উৎস নিয়ে 'বিতর্কিত' মন্তব্য করে দাক্ষিণাত্যভূমেই আইনি জটিলতায় দক্ষিণী তারকা কমল হাসান। যার জেরে অভিনেতা-রাজনীতিকের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে কর্ণাটকা রক্ষণা বেদিকে সংগঠন। এবার মেগাস্টারের বিগ বাজেট ছবি 'ঠাগ লাইফ'কে নিষিদ্ধ করা হল কর্নাটকা ফিল্ম চেম্বার অফ কমার্স-এর তরফে।
শনিবার চেন্নাইয়ে একটি ছবির প্রচারে গিয়ে কমল হাসান দাবি করেন, কন্নড় ভাষার উৎপত্তি তামিল ভাষা থেকে। তাঁর এই মন্তব্যের পরই দক্ষিণী রাজ্যে ক্ষোভ এবং বিতর্কের সৃষ্টি হয়েছে। কন্নড়পন্থী বিভিন্ন গোষ্ঠী এবং সাংস্কৃতিক কর্মীরা অভিনেতাকে তাঁর মন্তব্য প্রত্যাহার করে সরাসরি ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। এমনকী কমল হাসানের বিতর্কিত মন্তব্যে সংশ্লিষ্ট রাজ্যে ঐক্যবদ্ধ কংগ্রেস এবং বিজেপিও। কর্নাটকের বাসিন্দাদের মধ্যেও ক্ষোভের সঞ্চার হয়েছে। সম্প্রতি সংশ্লিষ্ট ইস্যুতে দাক্ষিণাত্যভূমের মেগাস্টারের বিরুদ্ধে ছবি-ফেস্টুন হাতেও বিক্ষোভ প্রদর্শন করেন সাধারণ মানুষ। এরপরই কর্নাটকা ফিল্ম চেম্বার অফ কমার্স (KFCC) কমলের আসন্ন সিনেমা 'ঠাগ লাইফ' নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। আর সেই বিতর্কযজ্ঞে আরও ঘৃতাহূতি পড়ে প্রবীণ তারকার 'একগুঁয়েমি'তে! বিতর্কে পড়েও দমে যাওয়ার পাত্র নন কমল। অভিনেতা পালটা সুর চড়িয়েছেন, "আমি যদি ভুল বলে থাকি, তাহলেই ক্ষমা চাইব, নইলে নয়।" KFCC-র প্রতিনিধি সা রা গোবিন্দু জানিয়েছেন, "এই ভাষা বিতর্কে আমরা কর্ণাটকা রক্ষণা বেদিকে-সহ বাকি সংগঠনগুলির দাবি মেনে কমল হাসানের ছবি বয়কটের সিদ্ধান্তে সমর্থন জানাচ্ছি। কারণ উনি এখনও ক্ষমা চাননি। আর ওঁর সিনেমাও আমরা কর্নাটকে রিলিজ হতে দেব না।"
মণিরত্নম পরিচালিত 'ঠাগ লাইফ' সিনেমাটি নিয়ে বহু দিন ধরেই দর্শকদের মধ্যে প্রত্যাশার সৃষ্টি হয়েছিল। এই ছবিতে কমল হাসানের পাশাপাশি তৃষা কৃষ্ণন, পঙ্কজ ত্রিপাঠী, রোহিত শ্রফ-সহ আরও অনেকে অভিনয় করেছেন। তবে বিতর্কের জেরে এই সিনেমা থেকে বঞ্চিত থাকছেন কর্নাটকের দর্শক, অনুরাগীরা। এদিকে কর্নাটকের বিরোধী দলনেতা আর অশোকা অভিনেতাকে বিঁধে বলেন, “কমল একজন মানসিক রোগী। আমি সরকারকে অনুরোধ করব যে কর্নাটকে তাঁর সমস্ত ছবি বয়কট করা হোক। না হলে তিনি মানসিক রোগীর মতোই আচরণ করতে থাকবেন।” কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, “কন্নড় ভাষার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। এটি দুর্ভাগ্যের যে কমল সেটা জানেন না।।” রাজনৈতিকমহলে জোর শোরগোল পড়ার পরই কমলের বিরুদ্ধে বেঙ্গালুরুর আরএম নগর থানায় অভিযোগ দায়ের করে কর্ণাটকা রক্ষণা বেদিকে। অভিযোগনামায় সংগঠনের সভাপতি প্রবীণ শেট্টির উল্লেখ, কমল হাসানের এহেন মন্তব্য অনৈতিক। এর জেরে দুই রাজ্যের মধ্যে সম্প্রীতি নষ্ট হচ্ছে। জানা গিয়েছে, এইআইআর-ও দায়ের হয়েছে প্রবীণ তারকার বিরুদ্ধে।
