shono
Advertisement

Breaking News

kangana ranaut

ধর্ষণের সঙ্গে চড় কাণ্ডের তুলনা কঙ্গনার, ফের রণংদেহী রূপে বলিউড 'ক্যুইন'

Published By: Akash MisraPosted: 12:40 PM Jun 08, 2024Updated: 01:05 PM Jun 08, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চড় কাণ্ডে ফের সরব হলেন কঙ্গনা রানাউত। যাঁরা এই চড় কাণ্ডকে সমর্থন করে চণ্ডীগড় বিমানবন্দরের মহিলা নিরাপত্তাকর্মী কুলবিন্দর কৌরের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতিই যেন বিষ উগরে দিলেন কঙ্গনা। শনিবার সকাল সকাল এক্স হ্য়ান্ডেলে ফের রণংদেহী মেজাজে দেখা গেল কঙ্গনা। কঙ্গনার স্পষ্ট জবাব, ''মহিলা নিরাপত্তাকর্মীকে সমর্থন করা মানে ধর্ষক, ক্রিমিনালদের সমর্থন করা।''

Advertisement

কঙ্গনা এক্স হ্যান্ডেলে লিখলেন, ''প্রত্যেক ধর্ষক, খুনি, চোরদের অপরাধের নেপথ্যে একটা আবেগ, মনস্তত্ব, আর্থিক কারণ থাকে। কোনও অপরাধই বিনা কারণে ঘটে না। কিন্তু যদি আপনি এই ক্রিমিনালদের সমর্থন করেন,  ব্যক্তিগত পরিধিতে তাদের প্রবেশকে সমর্থন করেন, তাহলে কোথাও গিয়ে আপনিও ধর্ষণ, জালিয়াতিকে সমর্থন করছেন। মনের মধ্যে এত ক্ষোভ, হিংসাকে জমিয়ে রাখবেন না। মুক্ত করুন নিজেকে।'' 

অন্যদিকে, মহিলা নিরাপত্তাকর্মী কুলবিন্দর কৌরের মা সম্প্রতি এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ''তাঁর মেয়ে যা করেছে তা একেবারে সঠিক। কঙ্গনার সঙ্গে নাকি এমনটাই করা উচিত ছিল।'' 

বৃহস্পতিবার দিল্লি যাওয়ার পথেই চণ্ডীগড়ে এই অনভিপ্রেত ঘটনা ঘটে। এরপরই ভিডিও বার্তায় কঙ্গনা রানাউত বলেন, “আমি উদ্বিগ্ন পাঞ্জাবে বাড়তে থাকা সন্ত্রাস নিয়ে। কী করে এদের সামলাব আমরা?” কিন্ত কেন এমন কাণ্ড ঘটালেন কুলবিন্দর কৌর? প্রশ্নের মুখে পড়তেই তাঁর সপাট জবাব, “কঙ্গনা বলেছিলেন ১০০ টাকার জন্য কৃষকরা ওখানে বসে আছে। উনি কি গিয়ে বসেছিলেন সেখানে? কঙ্গনা যখন এহেন কটুক্তি করছিলেন কৃষক আন্দোলন নিয়ে, তখন আমার মা শামিল ছিলেন ওই প্রতিবাদে।” বোনের সমর্থনে মুখ খুলেছেন তাঁর ভাই শের সিং মহিবালও। তাঁর কথায়, “কঙ্গনার পার্স চেকিংয়ের সময়ই ঘটনাটা ঘটেছে বলে জানতে পারলাম। উনি বলেছিলেন, পাঞ্জাবের আন্দোলনরত মহিলারা ১০০ টাকায় বিক্রি হয়ে গিয়েছে। বাকবিতণ্ডার মাঝে মাথা ঠান্ডা না রাখতে পেরেই হয়তো আমার বোন চড় কষিয়েছে।” গ্রেপ্তার হয়েছেন চণ্ডীগড় বিমানবন্দরের মহিলা নিরাপত্তাকর্মী কুলবিন্দর কৌর।

[আরও পড়ুন: কঙ্গনার চড় কাণ্ডে গ্রেপ্তার CISF মহিলা জওয়ান, নেটপাড়ায় সমালোচনার ঝড়]

কঙ্গনার চড় কাণ্ডে বলিউডের খুব কম জনই মুখ খুলেছেন। এমনকী, বলিউডের চুপ থাকায় বিরক্তিও প্রকাশ করেছেন কঙ্গনা। সোশাল মিডিয়ায় স্পষ্টই প্রতিবাদ করছেন ফিল্ম ইন্ডাস্ট্রির এমন ঠান্ডা আচরণে। তবে কঙ্গনার পাশে না থেকেও, গোটা ঘটনার তীব্র নিন্দা করলেন অভিনেত্রী শাবানা আজমি। এক সময় শাবানা আজমির স্বামী গীতিকার জাভেদ আখতারের সঙ্গে বচসায় জড়িয়ে ছিলেন কঙ্গনা। সেই কঙ্গনাকে চড় মারার ঘটনার তীব্র নিন্দা করলেন শাবানা আজমি।

শাবানা তাঁর এক্স হ্যান্ডেলে লিখলেন, ”আমার একেবারেই কঙ্গনা প্রীতি নেই। তবে এই চড়ের যে উদযাপন করা হচ্ছে, তার নিন্দা করছি। কারণ, নিরাপত্তারক্ষীরা যদি আইন তৈরি করে, তাহলে আমরা কেউ নিরাপদ নই।”

[আরও পড়ুন: চড় কাণ্ডে ‘মলম’! সংসদে প্রথম সাক্ষাতেই কঙ্গনাকে বুকে টেনে নিলেন চিরাগ পাসওয়ান]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃহস্পতিবার দিল্লি যাওয়ার পথেই চণ্ডীগড়ে এই অনভিপ্রেত ঘটনা ঘটে।
  • গ্রেপ্তার হয়েছেন চণ্ডীগড় বিমানবন্দরের মহিলা নিরাপত্তাকর্মী কুলবিন্দর কৌর।
Advertisement