সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কঙ্গনা রানাউত বরাবর স্পষ্টবাদী। অন্যায়ের প্রতিবাদ করতে পিছপা হন না। অবশ্য বেফাঁস কথা বলে বিতর্কের শিরোনামে রাজত্ব করতেও তাঁর জুড়ি মেলা ভার! মাণ্ডির সাংসদ পদপ্রাপ্তির বছর ঘুরেছে সবে। বর্তমানে বলিউডের লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে দূরে হিমাচলেই দিন কাটান তিনি। ভূমিকন্যা বরাবরই হিমাচল প্রদেশের রাজনৈতিক সামাজিক কিংবা যে কোনও ইস্যুতে সরব হন। এবার নিজের রাজ্যবাসীকে বিঁধলেন দায়িত্ববোধ নিয়ে।
কঙ্গনা রানাউত একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানেই দেখা গেল, বিদেশি পর্যটকরা এসে হিমাচলের পাহাড়ি অঞ্চলের আবর্জনা পরিষ্কার করছেন। সেই পর্যটকরা তোয়ালে পরে নদীতে নেমেছেন। হাতে করে প্লাস্টিক-সহ নানা বর্জ্য পদার্থ তুলছেন। আর বলছেন- "আমি যদি একটা দিন সময় পেতাম, তাহলে এখানে বসে পাহাড়া দিতাম। আর কেউ নোংরা ফেললে তাকে দিয়ে তোলাতাম। ওই বিদেশি পর্যটকের সংযোজন, আমি এটা করতেই পারি। আমার কিন্তু কিচ্ছু যাবে-আসবে না।" এরপরই আবার আবর্জনার স্তূপ পরিষ্কার করতে লেগে পড়েন ওই ব্যক্তি।
কঙ্গনার শেয়ার করা ভিডিওর ক্যাপশনে লেখা- "বিদেশিরাও ভারতে এসে নোংরা পরিষ্কার করছেন। ওরাও আমাদের দেশের পরিবেশ নিয়ে সচেতন। এর জন্য কোনও সরকার কিংবা প্রশাসনকে দায়ী করার প্রয়োজন হয় না। চাইলে দেশবাসীরা নিজেরাই নিজেদের জায়গা পরিষ্কার করতে পারেন।" কঙ্গনা নিজেও স্থানীয়দের নাগরিকত্ব বোধ নিয়ে প্রশ্ন তুলেছেন। সাংসদ অভিনেত্রীর মন্তব্য, "ছিঃ লজ্জার বিষয়।"
