তিনি বরাবরই 'বিদ্রোহী'। বলিউডের যেকোনও ইস্যুতে সুর চড়াতে দেখা যায় তাঁকে। নেপোটিজম নিয়েও বারবার মুখ খুলতে দেখা গিয়েছে কঙ্গনাকে। গেরুয়া শিবিরের সাংসদ হওয়ায় কাজ না পাওয়ার অভিযোগও করেছেন। আর এবার এ আর রহমানের (AR Rahman) ধর্মীয় মেরুকরণের অভিযোগে মুখ খুললেন কঙ্গনা (Kangana Ranaut)।
তিনি এ আর রহমানকে ট্য়াগ করে ইনস্টা স্টোরিতে লেখেন, "আমি বিনোদুনিয়ায় অনেক অন্যায়, অবিচারের শিকার হয়েছি। কারণ, আমি গেরুয়া শিবিরকে সমর্থন করি। তা সত্ত্বেও বলতে বাধ্য হচ্ছি আমি আপনার মতো ঘৃণায় ভরা মানুষ দেখিনি। আমি আপনাকে আমার পরিচালিত 'এমার্জেন্সি' ছবি নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম। আপনি গল্প শোনা তো দূর। আপনি আমার সঙ্গে দেখাও করতে চাননি। আমাকে বলা হয়েছিল আপনি কোনও নির্দিষ্ট উদ্দেশ্যপ্রণোদিত ছবির অংশ হতে চান না। কিন্তু অদ্ভূতভাবে 'এমার্জেন্সি' সমস্ত সমালোচক এমনকী বিরোধী রাজনৈতিক দলের নেতাদের কাছেও প্রশংসিত। বহু অনুরাগী আমাকে চিঠিও পাঠিয়েছেন। আপনি ঘৃণায় অন্ধ হয়ে গিয়েছেন।" সোশাল মিডিয়ায় ভাইরাল কঙ্গনার ইনস্টা স্টোরি। আর তা নিয়ে নানা মহলে চলছে জোর চর্চা।
বলে রাখা ভালো, সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আর রহমানের দাবি ঘিরে টানাপোড়েনের সূত্রপাত। তিনি দাবি করেন, গত আট বছরে ক্ষমতার পালাবদলের পাল্লায় পড়ে বলিউডের বহু কাজ তাঁর হাতছাড়া হয়েছে। এর নেপথ্যে সাম্প্রদায়িক বিভাজন নীতিও হতে পারে বলে মন্তব্য করেছিলেন তিনি। বলেছিলেন, “যদিও বিষয়টি মুখের উপর আমাকে কেউ বলেননি, তবে কানাঘুষো এসব কথা আমার কাছে এসেছে।” অস্কারজয়ী সুরকার তথা গায়ক এও বলেন যে, “আন্তরিকতা দিয়েও যদি কাজ না আসে আমি আবার কারও কাছে গিয়ে নিজের তদবির করতে পারি না। কারও অফিসে গিয়ে বসে থাকতে পারব না।” তাতেই মাথাচাড়া দিয়েছিল বিতর্ক। যদিও রবিবার একটি ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করেন রহমান। কারও যন্ত্রণার কারণ হতে চাননি বলেই দাবি করেন অস্কারজয়ী সুরকার।
