shono
Advertisement
Kangana Ranaut

কেরিয়ারের মোড় ঘোরাতে ধর্মে মতি! মোদিরাজ্যের মন্দিরে পুজো, আবেগঘন পোস্ট কঙ্গনার

তাহলে কি কেরিয়ারে মোড় ঘোরাতেই এমন মতি হল কঙ্গনার?
Published By: Arani BhattacharyaPosted: 10:01 PM Nov 19, 2025Updated: 08:33 AM Nov 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়ে না তাঁর। তিনি কঙ্গনা রানাউত। অভিনেত্রী তথা মান্ডির সাংসদকে নিয়ে যেন আলোচনার শেষ নেই। কোনও কিছুই গায়ে মাখতে রাজি নন তিনি। তাঁর কাছে ফর্মুলা যেন একটাই, 'ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে।' আর এবার ঠিক সেভাবেই সব বিতর্ক, সমালোচনাকে এড়িয়ে গুজরাট সফর সারছেন তিনি। মোদিরাজ্যের মন্দিরে ভক্তি ভরে পুজো দিতে দেখা গেল কঙ্গনাকে। তাহলে কি কেরিয়ারে মোড় ঘোরাতেই এমন মতি হল কঙ্গনার? সেই প্রশ্নও উঠে এসেছে তাঁকে এই রূপে দেখে।

Advertisement

গুজরাটে বেড়াতে গিয়েছেন তিনি। সফর সেরেছেন গির জাতীয় উদ্যানেও। আর তারপরেই তাঁর সোশাল মিডিয়ায় দেখা গেল তাঁকে এক্কেবারে অন্যভাবে। গুজরাটের দ্বারকাধীশ মন্দিরে পুজো দিলেন কঙ্গনা। সোশাল মিডিয়ায় ভাগ করে নিলেন সেই ছবি। ক্যাপশনে লিখলেন, 'আজ দ্বারকাধীশ মন্দিরে পুজো দিয়ে বহু পুণ্য অর্জন করলাম। ওনার ভক্তিতেই ডুবে গিয়েছিলাম আজ। দ্বারকাধীশের আশীর্বাদের হাত যেন সারাজীবন মাথার উপর থাকে।' হালকা গোলাপি রঙের শড়িতে সেজে, মাথায় কাপড় দিয়ে ভক্তি ভরে পুজো দিতে দেখা যায় এদিন কঙ্গনাকে।

উল্লেখ্য, রাজনীতির কেরিয়ার শুরুর বছর ঘুরতে না ঘুরতেই তাঁর মোহ ভঙ্গ হয়েছে এমন কথা বলেছেন অনেকেই। কারণ একটাই, রাজনীতি নিয়ে তাঁর নানা বিরূপ মনোভাব ও মন্তব্য। মান্ডির সাংসদ হওয়ার পরও বন্যাবিধ্বস্ত হিমাচলের পাশে দাঁড়ানোর বদলে তিনি পারিশ্রমিক নিয়ে নানা মন্তব্য করেছেন। জনগণ থেকে রাজনীতির রঙ্গমঞ্চের বহুজন তা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে সেসবে একেবারেই ভ্রুক্ষেপ নেই কঙ্গনার। তিনি আছেন তাঁর মতোই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গুজরাটে বেড়াতে গিয়েছেন তিনি। সফর সেরেছেন গির জাতীয় উদ্যানেও।
  • আর তারপরেই তাঁর সোশাল মিডিয়ায় দেখা গেল তাঁকে এক্কেবারে অন্যভাবে।
  • গুজরাটের দ্বারকাধীশ মন্দিরে পুজো দিলেন কঙ্গনা। সোশাল মিডিয়ায় ভাগ করে নিলেন সেই ছবি।
Advertisement