shono
Advertisement

Breaking News

ফ্লপের ঠেলায় কেরিয়ারে কলঙ্ক! মোক্ষলাভের আশায় সকাল-বিকেল মন্দিরে ‘মাথা ঠুকছেন’ কঙ্গনা

ঈশ্বরের দুয়ারেই শান্তির খোঁজে কঙ্গনা।
Posted: 04:44 PM Nov 03, 2023Updated: 04:44 PM Nov 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশাত্ববোধক ছবিতে অভিনয় করেও ফিরল না কপাল! বিতর্ক পেরিয়ে বক্স অফিসেও সুপারহিট মার্কশিট অধরা। লাগাতার ফ্লপের ঠেলায় কেরিয়ারে কলঙ্ক! নিন্দুকদের শাপশাপান্ত করে এবার শেষমেশ মনের কষ্ট দূর করতে কৃষ্ণের শরণাপন্ন হলেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন। মোক্ষলাভের আশায় সকাল-বিকেল দ্বারকাভূমের মন্দিরে মন্দিরে ঘুরছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। সোশাল মিডিয়ায় নিজেই জানালেন সেকথা।

Advertisement

প্রসঙ্গত, ‘থালাইভি’ ডুবেছে। ৮৫ কোটির ‘ধাকড়’ বক্সঅফিসে আশার আলো দেখতে পারেনি। সেপ্টেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত ‘চন্দ্রমুখী ২’র রেজাল্টও সিনেবাজারে খুব খারাপ! এবার যুদ্ধ বিমানের পাইলটের চরিত্রে হুঙ্কার ছেড়েছিলেন ঠিকই, তবে দেশপ্রেমের টোটকাও কাজে লাগল না! বক্স অফিসের ককপিটে ফের ব্যর্থ উড়ান কঙ্গনা রানাউতের। এমন পরিস্থিতি যে প্রেক্ষাগৃহ থেকে ‘তেজস’ উঠিয়ে নেওয়ার জোগাড় হল মালিকদের।

দ্বারকাভূমে গিয়ে সোমনাথ দর্শন করে কঙ্গনা লিখলেন, “আজ বাবা সোমনাথের দর্শন করলাম। পাশাপাশি মন্দিরের স্থানীয় কর্মীদের নিয়ে সোমনাথের রাম মন্দিরেও গিয়েছিলাম। ওখানে রাম মন্দিরের বইতে রাম নাম লিখে এলাম। তার পরই কৃষ্ণের মোক্ষভূমির দর্শন করলাম। সোমনাথ মন্দিরের একেবারে অনতিদূরেই সেই জায়গা, যেখানে কৃষ্ণের পায়ে তির লেগেছিল। সেখানেই ওনার মোক্ষলাভ হয়। সকল কর্মীচারীবৃন্দকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো একটা দিন লাগালাম।”

[আরও পড়ুন: ঠাকুমা বাঙালি, নাতনি সারার রসবোধও দিব্যি! গোয়ায় ছোলার ডাল, কাঁচকলার কোপ্তায় ভূরিভোজ]

তার আগে দ্বারকাভূমে কৃষ্ণের মন্দিরে পুজো দিয়ে কঙ্গনা সোশাল মিডিয়ায় জানান, “কয়েকদিন ধরে আমার মন বড্ড উতলা হয়ে উঠেছিল। ব্য়াকুল হয়ে উঠেছিলাম। ইচ্ছে করছিল কৃষ্ণের শরণাপন্ন হতে। দ্বারকা নগরে এলাম। এখানে পা দেওয়া মাত্রই আমার সব চিন্তা ধুলোয় মিশিয়ে গেল। মন স্থির হল। হে কৃষ্ণ আমাকে আর্শীবাদ করুন। হরে কৃষ্ণ।”

[আরও পড়ুন: সলমনের উপর ‘মেহেরবান’ সেন্সর বোর্ড, কোনওরকম কাঁচি ছাড়াই ছাড়পত্র পেল ‘টাইগার ৩’!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement