সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল' শো ঘিরে যেমন চর্চা, তেমনই বিতর্ক। বলিউড তারকাদের হাঁড়ির খবর বের করতে সঞ্চালক কপিল শর্মার জুড়ি মেলা ভার! সাংসারিক দ্বন্দ্ব থেকে প্রেম-ভালোবাসা, বিচ্ছেদ... রসিকতার মোড়কেই তারকাদের অন্দরমহলের মুচমুচে গসিপ নিয়ে চর্চা হয় এই নেটফ্লিক্সের শোয়ে। এবার কপিলের অতিথি বলিউডের 'দ্য এভারগ্রিন' রেখা (Rekha)। সেখানেই ভরা মঞ্চে পুরনো 'প্রেমের ইস্তেহার' করে বসলেন অভিনেত্রী।
সদ্য নেটফ্লিক্সে প্রকাশ্যে আসা ঝলকে দেখা গেল রেখার পাশে বসেই অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) নকল করছেন কপিল শর্মা। যেখানে অভিনেত্রীর সঙ্গে বচ্চন সাহেবের 'কৌন বনেগা ক্রোড়পতি' শো নিয়ে আলোচনা করতে দেখা যায় তাঁদের। কেবিসি-তে একবার অংশগ্রহণ করেছিলেন কপিল শর্মা। সেই অভিজ্ঞতা তুলে ধরতে গিয়েই বিগ বির ব্যারিটোন ভয়েসের নকল করে কপিলকে বলতে শোনা যায়, একবার আমি আর মা কেবিসিতে গিয়েছিলাম। আমার মা সামনের সারিতেই বসেছিলেন। বচ্চনজি আমার মাকে জিজ্ঞেস করেন- দেবীজি কী খেয়ে জন্ম দিয়েছেন ওকে? কপিল উত্তর দেওয়ার আগেই তাঁর মুখের কথা কেড়ে নিয়ে রেখা বলেন- 'ডাল-রুটি...।' কী এটাই তো উত্তর ছিল? এরপরই রেখাকে বলতে শোনা যায়, আমাকে জিজ্ঞেস করো না, আজও সব সিনেমার সংলাপ একেবারে মুখস্ত। পাশাপাশি রেখা এমন ইঙ্গিতও দেন যে তিনি রোজ টিভির পর্দায় 'কৌন বনেগা ক্রোড়পতি' দেখেন।
রেখা-অমিতাভের প্রেমচর্চা যেন অমর! তাই তো ঘুরেফিরে আজও একসঙ্গে তাঁদের নাম উঠলেই নবীন প্রজন্মের কৌতূহলেও ভাঁটা দেখা যা না। বলিউডের প্রেম নিয়ে কথা উঠলে, অমিতাভ বচ্চন ও রেখার প্রেমপর্ব হয়তো আলোচনার ক্ষেত্রে দীর্ঘতর সময় নেবে। কারণ শুধু রুপোলি পর্দায় নয়, সিনেমার বাইরেও এই জুটির ম্যাজিক ও প্রেম সুপারহিট। তবে প্রেম থাকলে, বিগ বি'র সঙ্গে সংসার বাঁধতে পারেননি রেখা। তবে অতীতের সেই আফশোস পিছনে ফেলে দুজনেই নিজেদের মতো করে এগিয়ে গিয়েছেন।
প্রথমবার নেটফ্লিক্সের 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল' শোয়ের অতিথি হিসেবে দেখা যাবে রেখাকে। সেই পর্বে তিনি একাই থাকবেন বলে জানা গিয়েছে। রেখার নামের পাশে 'নাকউঁচু', 'গম্ভীর' তকমা বসেছে একাধিকবার। কিন্তু কপিলের শোয়ে তাঁকে দেখা গেল একেবারে রঙিন মেজাজে। যেখানে অমিতাভ প্রসঙ্গ উঠলেও কোনওরকম জড়তা নেই তাঁর মধ্যে, বরং রসিকতা করতেই দেখা গেল অভিনেত্রীকে।