shono
Advertisement
Kapil Sharma

খলিস্তানি টার্গেটে কানাডার ক্যাফে, অভিশপ্ত অধ্যায় পেরিয়ে দুবাইতে রেস্তরাঁ খুললেন কপিল শর্মা

ব্যবসা লাটে ওঠার ভয়েই দুবাইতে নতুন 'ফুড জয়েন্ট' খুললেন কপিল?
Published By: Sandipta BhanjaPosted: 03:37 PM Dec 31, 2025Updated: 03:37 PM Dec 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত আগস্ট মাসে কানাডায় কপিল শর্মার সদ্য উদ্বোধন হওয়া বিলাসবহুল ক্যাফেতে হামলা চালিয়েছিল খলিস্তানিরা। কয়েক রাউন্ড গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয় রেস্তরাঁর কাচের সব দেওয়াল। পরবর্তীতে সেই ক্যাফেতে দু'বার হামলা চালায় বিষ্ণোই গ্যাং। দুই নিষিদ্ধ গোষ্ঠীর হামলার 'অভিশপ্ত পর্ব' কাটিয়ে এবার বছরশেষে দুবাইতে নতুন 'ফুড জয়েন্ট' খুললেন কপিল শর্মা।

Advertisement

ঘড়ির কাটা রাত বারোটা ছুঁলেই ২০২৬ সালকে স্বাগত জানানো সময়। তার প্রাক্কালেই বছরশেষে ৩১ ডিসেম্বর, বুধবার খাদ্যরসিকদের জন্য নতুন উপহার নিয়ে হাজির কপিল। বুধবার সকালে দুবাই থেকে সেই ক্যাফের ঝলক দেখালেন সঞ্চালক-অভিনেতা। রেস্তরাঁর অন্দরসজ্জাতেও বিশেষ চমক রেখেছেন কপিল। তাঁর কমেডি শোয়ের ধাঁচেই সেজে উঠেছে দুবাইয়ের রেস্তরাঁ। জানা গেল, বর্ষবরণের রাত উপলক্ষে আগত অতিথিদের জন্যেও বিশেষ সুযোগ-সুবিধে রেখেছেন তিনি। বুধবার বিকেল ৪টে থেকে রাত ১২টা পর্যন্ত অতিথিদের জন্য খোলা থাকবে কপিলের রেস্তারাঁর দ্বার। সঞ্চালক-অভিনেতার শেয়ার করা ভিডিওতে দেখা গেল, তিনি নিজে হাতেই খদ্দেরদের কফি পরিবেশন করছেন।

দুবাই স্টাইলে ভিডিওর ক্যাপশন লিখে সকলকে স্বাগত জানিয়েছেন কপিল শর্মা। সেখানে উল্লেখ, হাবিবি, ক্যাপস ক্যাফেতে আপনাদের স্বাগত। ৩১ ডিসেম্বর, মানে আজ আপনাদের সকলের জন্য আমার রেস্তরাঁর দ্বার খুলে দিলাম। আর কপিলের এই নতুন ভেঞ্চারে দারুণ খুশি ভারতী সিং। শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

মাসদুয়েক আগে কানাডার ক্যাফেতে হামলা প্রসঙ্গে মুখ খুলেছিলেন কপিল শর্মা। তিনি জানান, হামলার পর রমরমিয়ে বেড়েছে ক্যাফের আয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৌতুক অভিনেতা বলেন, “প্রত্যেকটা হামলার পর আমাদের ক্যাফের ব্যবসা রমরমিয়ে বেড়েছে। আরও বেশি সংখ্যক মানুষ আসছেন আমাদের রেস্তরাঁয়। আসলে ঈশ্বর আপনার সাথে থাকলে সব ঠিক থাকে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছরশেষে দুবাইতে নতুন 'ফুড জয়েন্ট' খুললেন কপিল শর্মা।
  • বুধবার সকালে দুবাই থেকে সেই ক্যাফের ঝলক দেখালেন সঞ্চালক-অভিনেতা।
  • বুধবার বিকেল ৪টে থেকে রাত ১২টা পর্যন্ত অতিথিদের জন্য খোলা থাকবে কপিলের রেস্তারাঁর দ্বার।
Advertisement