shono
Advertisement
Taimur Ali Khan Birthday

এখনও কাটেনি মেসির ঘোর! তৈমুরের জন্মদিনের আসর 'লিওনেল' থিমে সাজালেন করিনা

জন্মদিনে তৈমুরকে সারপ্রাইজ দিতে 'মেসির শরণাপন্ন' বেবো। কী করলেন?
Published By: Sandipta BhanjaPosted: 03:43 PM Dec 23, 2025Updated: 04:33 PM Dec 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য ওয়াংখেড়ের মাঠে লিওনেল মেসির সঙ্গে দেখা হয়েছে। এমনকী আর্জেন্তিনীয় কিংবদন্তির ভারত 'গোট ট্যুরে'র ভিডিওতে ঠাঁই পেয়েছে নবাবপুত্রের মুখ। যে কোনও অনুরাগীর কাছে এটা পরমপ্রাপ্তি। তবে সপ্তাহ ঘুরলেও মেসি সাক্ষাতের ঘোর কাটেনি তৈমুর আলি খানের (Taimur Ali Khan)। এখনও 'ফুটবলের রাজপুত্র'র স্বপ্নে বিভোর সইফ-করিনার পুত্র। অগত্যা জন্মদিনে ছেলেকে সারপ্রাইজ দেওয়ার ক্ষেত্রেও সেই মেসির শরণাপন্ন হলেন বেবো।

Advertisement

২০ ডিসেম্বর আট বছরে পা দিল তৈমুর। শৈশব থেকেই বলিপাড়ার এই 'সেলেব কিড'কে নিয়ে হইচইয়ের অন্ত নেই। এমনকী খুদের অনুরাগী সংখ্যা এমন পর্যায়ে পৌঁছয় যে, তৈমুরের আদলে তৈরি পুতুলও রমরমিয়ে বিক্রি হয়েছিল একসময়ে। ক্যামেরার সামনেও তার নানা মজার কাণ্ডকারখানা নিয়ে কম চর্চা হয়নি। তবে বয়স বাড়ার সঙ্গে সেই তৈমুর এখন অনেকটাই 'বুঝদার'। লাইট-ক্যামেরা অ্যাকশনের দুনিয়া নিয়ে কোনও ইন্টারেস্ট নেই তার। বরং সে স্বপ্ন দেখে একদিন মেসির মতো ফুটবল পায়ে দৌড়নোর। আর সেই জন্যই মুম্বই ছেড়ে, পরিবারের থেকে দূরে আর্জেন্টিনা চলে যেতে চায় তৈমুর। সইফ-করিনাই একবার এক সাক্ষাৎকারে ছেলের এহেন ভবিষ্যৎ পরিকল্পনা ফাঁস করেছিলেন। ঠাকুরদা মনসুর আলি খান ছিলেন কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার। ঠিক তাঁর মতোই খেলার প্রতি ঝোঁক তৈমুর আলি খানের। বাবা সইফও ইংল্যান্ডে পড়াকালীন ক্রিকেট খেলতেন। নবাব পরিবারের সেই ধারাই রয়েছে তৈমুরের মধ্যে। অতঃপর ছেলের জন্মদিনকে আরও বিশেষ করে তুলতে 'লিওনেল মেসি' থিমে বার্থডে পার্টির আসর সাজালেন করিনা কাপুর খান।

ইনস্টা স্টোরিতে অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দেখা গেল, আর্জেন্টিনার জার্সির রঙে রাঙানো বাগানের লন। নীল বেলুন আর ফুটবল আকারের বেলুনে সেজেছে জন্মদিনের আসর। জ্বলজ্বল করছে ১০ নম্বর লেখা মেসির জার্সিও। আর সেই ছবি শেয়ার করেই তৈমুরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে করিনা লেখেন- 'শুভ জন্মদিন টিম।' প্রসঙ্গত, বড়ছেলে তৈমুর আলি খান যে লিওনেল মেসির ‘জাবরা ফ্যান’, সেকথা বহু আগেই ফাঁস করেছিলেন করিনা কাপুর। তাই গত রবিবার ওয়াংখেড়ের মাঠে ‘ফুটবলের রাজপুত্র’র সঙ্গে দুই সন্তানকে দেখা করানোর সুযোগও হাতছাড়া করেননি বেবো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জন্মদিনে ছেলেকে সারপ্রাইজ দেওয়ার ক্ষেত্রেও সেই মেসির শরণাপন্ন হলেন বেবো।
  • ২০ ডিসেম্বর আট বছরে পা দিল তৈমুর।
  • ছেলের জন্মদিনকে আরও বিশেষ করে তুলতে 'লিওনেল মেসি' থিমে বার্থডে পার্টির আসর সাজালেন করিনা কাপুর খান।
Advertisement