shono
Advertisement

Breaking News

Kartik Aaryan

অনন্যা পাণ্ডের সঙ্গে প্রেম জমেনি! 'বাজি ধরা' ১৫ কোটি ফেরত দিলেন কার্তিক আরিয়ান

করণ জোহরের সঙ্গে ঝামেলা! 'রুহ বাবা'র বিরুদ্ধে চক্রান্তের গুঞ্জনের মাঝেই প্রকাশ্যে নতুন তথ্য।
Published By: Sandipta BhanjaPosted: 01:17 PM Jan 16, 2026Updated: 02:13 PM Jan 16, 2026

টিনসেল টাউনে এই মুহূর্তে কার্তিক আরিয়ানকে (Kartik Aaryan) নিয়ে জল্পনার অন্ত নেই। কখনও রহস্যময়ী গ্রিস সুন্দরীর সঙ্গে গোয়ার হোটেলে রাত্রিবাস নিয়ে মুখরোচক গসিপের রমরমা তো কখনও বা আবার বলিউডের সেলেব সন্তানদের 'গড ফাদার' করণ জোহরের সঙ্গে ঝামেলার গুঞ্জনে চর্চার শিরোনামে উঠে এসেছেন 'রুহ বাবা'। বিটাউনে বর্তমানে কান পাতলেই শোনা যাচ্ছে, হিন্দি সিনেপাড়ার একাধিক তারকাসন্তান নাকি কার্তিকের বিরুদ্ধে নোংরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন! এমন আবহেই দাবানলের মতো ছড়িয়ে পড়ল নতুন খবর।

Advertisement

একসময়ে অনন্যা-কার্তিকের প্রেমের গুঞ্জনে তোলপাড় হয়েছিল সিনেদুনিয়া। সেই চর্চিত জুটিকে ফিরিয়েই লাভের মুখ দেখতে চেয়েছিলেন করণ জোহর। কিন্তু পর্দায় অনন্যা পাণ্ডের সঙ্গে প্রেম রসায়ন না জমায় বড় মাশুল গুনতে হয়েছে কার্তিক আরিয়ানকে। যার জন্যে নিজের পকেট থেকে বড় অঙ্কের ক্ষতিপূরণও দিতে হয়েছে 'রুহ বাবা'কে। ব্যাপারটা আদতে কী?

সম্প্রতি মুক্তি পেয়েছিল 'তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি' ছবিটি। করণ জোহরের ধর্মা প্রোডাকশন প্রযোজিত ছবিতে কার্তিকের বিপরীতে নায়িকা হিসেবে দেখা গিয়েছে অনন্যা পাণ্ডেকে। কিন্তু এই সিনেমায় নবীন প্রজন্মের দুই হার্টথ্রবকে কাস্ট করেও লোকসানের কাঁটা ঘোরাতে পারেননি করণ জোহর! বলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, এই মুহূর্তে করণ জোহরের প্রযোজনা সংস্থার মন্দা বাজার চলছে। একের পর এক ছবিতে তারকাদের গগনচুম্বী পারিশ্রমিক আর বক্স অফিসে ভাঁটার জেরে বড়সড় লোকসানের মধ্য দিয়ে যাচ্ছেন প্রযোজক করণ। এমন আবহে অনন্যা-কার্তিকের রোম্যান্স দেখিয়ে ঘুড়ে দাঁড়াতে চেয়েছিলেন বটে, কিন্তু তাতে লাভ হয়নি! বরং বক্স অফিসে ওই সিনেমার ভরাডুবির পাশাপাশি করণের ধর্মা প্রোডাকশনও বিশ বাঁও জলে। যার জেরে নাকি ফের করণ-কার্তিকের সম্পর্কের অবনতি ঘটেছে। শুধু তাই নয়, বড়সড় সুযোগ খুইয়েছেন 'রুহ বাবা'ও। কেমন?

কানাঘুষো, মনোমালিন্যের জেরে করণ জোহরের এজেন্সি কার্তিকের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে। ফলে অভিনেতার সঙ্গে পরবর্তী যে কটি সিনেমার কথা হয়েছিল, সেগুলোও সব বিশ বাঁও জলে! যদিও 'নাগজিলা'র ভবিষ্যতে এখনও কাঁচি পড়েনি, তবে এমন আবহে খবর, 'তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি' ছবিটির লোকসানের জন্য করণকে নিজের ১৫ কোটি টাকা পারিশ্রমিক ফেরত দিয়েছেন কার্তিক আরিয়ান। যে সিনেমা ৯২ কোটির বাজেটে তৈরি হয়েছিল, তার চাকা মাত্র ৩২ কোটিতেই থেমে গিয়েছে। আর সেই প্রেক্ষিতেই নাকি নিজের পারিশ্রমিক ফিরিয়েছেন অভিনেতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement