সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সিনেদুনিয়ায় নাগ তন্ত্র নতুন নয়। পুরাণ কিংবা প্রচলিত লোককথা থেকে সিনেমার পর্দায় নাগ-নাগনীর রসায়ন সেই কোন কাল থেকেই উপভোগ করছেন ভারতীয় দর্শকরা! শুরু হয়েছিল ১৯৭৬ সালে। জিতেন্দ্র-রিনা রায়ের 'নাগিন' ছবির হাত ধরেই ইচ্ছাধারী নাগ-নাগিনীর কনসেপ্ট প্রবেশ করে বলিউডে। তার পর শ্রীদেবীর 'নাগিন' ছবিটিও সুপারহিট হয়। এমনকী টেলিভিশনের পর্দাতেও কখনও সর্পকন্যা আবার কখনও বা প্রতিশোধস্পৃহ নাগিনের জমজমাট কাহিনি দেখা গিয়েছে এযাবৎকাল। এপ্রসঙ্গে মৌনী রায় কিংবা সায়ন্তনী ঘোষ অভিনীত চরিত্রের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। এবার পর্দায় একচেটিয়া নারীতান্ত্রিক 'নাগিন' রাজত্বকে চ্যালেঞ্জ জানিয়ে প্রকাশ্যে এল 'নাগজিলা'র টিজার পোস্টার। যে ছবিতে কার্তিক আরিয়ানকে দেখা যাবে ইচ্ছাধারী নাগের ভূমিকায়।
করণ জোহরের ধর্মা প্রোডাকশনের সঙ্গে এই সিনেমাটি যৌথ উদ্যোগে প্রযোজনা করেছে মহাবীর জৈন ফিল্মস। জানা গেল, ফ্যান্টাসি কমেডি ঘরানার সিনেমা। 'নাগজিলা'য় কার্তিকের চরিত্রের নাম প্রিয়মবদেশ্বর প্যায়ারে চাঁদ। যে কিনা আদতে ইচ্ছাধারী নাগ। যদিও কার্তিকের চরিত্র নিয়ে এখনই বিশদে মুখ খুলতে নারাজ নির্মাতারা। তবে রিলিজের দিনক্ষণ জানিয়ে দিয়েছেন করণ জোহর। প্রযোজক জানালেন, ২০২৬ সালের ১৪ আগস্ট নাগপঞ্চমীর পুণ্যতিথিতে মুক্তি পাবে 'নাগজিলা'। সিনেমার পরিচালনায় মৃগদীপ সিং লাম্বা। এবং গল্পকার গৌতম মেহেরা। 'নাগজিলা'র সুবাদেই ধর্মা প্রোডাকশনের ঘরে দ্বিতীয়বার কাজ করতে চলেছেন কার্তিক আরিয়ান। এযাবৎকাল পর্দায় ইচ্ছাধারী নাগিনের কীর্তি দেখে এসেছেন দর্শকরা, এবার 'রুহ বাবা' নতুন কী স্বাদ দেন? সেটাই দেখার।
কার্তিক আরিয়ান আপাতত ব্যস্ত অনুরাগ বসুর পরবর্তী রোম্যান্টিক ড্রামার শুটিংয়ে। জানা গেল, সেই সিনেমার কাজ শেষ করেই 'নাগজিলা'র কাজ শুরু করবেন কার্তিক। প্রসঙ্গত, ইগোর লড়াইয়ে ইতি টেনে গতবছরই সুখবর দিয়েছিলেন কার্তিক আরিয়ান এবং করণ জোহর। তাঁরা যে একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন, সে খবর শুনে অনুরাগীরাও কৌতূহল প্রকাশ করেছিলেন যে কোন ঘরানার সিনেমা আনতে চলেছেন তাঁরা একসঙ্গে? মঙ্গলবার অবশেষে অপেক্ষার অবসান। ইচ্ছাধারী নাগ বেশে কোন চমক উপহার দেবেন কার্তিক? চোখ থাকবে সেদিকে।
