সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য শাশুড়িকে নিয়ে মহাকুম্ভে যোগ দিয়েছিলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। দুপুরে পরমার্থ নিকেতনে আধ্যাত্মিক আলোচনার পর সন্ধেয় আশ্রমের সদস্যদের সঙ্গে গঙ্গারতি করেন। শাশুড়ির সঙ্গে ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে পুণ্যস্নানও সারেন ভিকিপত্নী। আর সেখানেই ঘটে বিপত্তি! মহাকুম্ভে (Maha Kumbh 2025) বলিউডের সুপারস্টার নায়িকার অমৃতস্নান দেখতে উপচে পড়ে ভিড়। স্বল্পবাস পুরুষরা এমনভাবে ছেঁকে ধরেছিলেন যে, সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ভাইরাল হতেই ক্যাটরিনার নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, ক্যাটরিনা কাইফ তখন সদ্য আস্থার ডুব দেওয়ার জন্য জলে নেমেছেন। জনা কয়েক স্বল্পবাস পুরুষ ভক্ত এসে হাঁটুজলেই ঘিরে ধরে নায়িকাকে। তৎক্ষণাৎ ফটোশিকারিদেরও ভিড় জমে যায় সেখানে। এদিকে ভেজা শরীরে ক্যাটরিনার গা ঢাকতে তখন তোয়ালে এগিয়ে দিলেন কয়েক জন পুরুষ। ঘটনার আকস্মিকতায় প্রথমে হতচকিত হয়ে যান অভিনেত্রী নিজেও। জানা গিয়েছে, মহাকুম্ভের ভিআইপি জোনে থাকা সত্ত্বেও স্নান করতে গিয়ে প্রতিকূলতার মুখে পড়তে হয় ক্যাটরিনাকে। সেই ভিডিও দাবানল গতিতে ভাইরাল হতেই নেটপাড়ার একাংশ বলিউড অভিনেত্রীর নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।
স্বামী ভিকি কৌশল ব্যস্ত 'ছাবা' নিয়ে। ১৩ ফেব্রুয়ারি প্রয়াগরাজে প্রযোজক দীনেশ বিজনের সঙ্গে পুণ্যস্নান সেরে এসেছিলেন তিনি।
আর সোমবার ক্যাটরিনা নিজেই শাশুড়িকে নিয়ে মহাকুম্ভের আখড়ায় পৌঁছে গেলেন। সেখানে পরমার্থ নিকেতন আশ্রমে ঠাঁই নিয়েছিলেন ক্যাটরিনা এবং তাঁর শাশুড়ি বিনা কৌশল। সোমবার পৌঁছে প্রথমেই দেখা করেন আশ্রমের মহারাজ স্বামী চিদানন্দ সরস্বতীর সঙ্গে। ক্যাটরিনার কপালে তিলক। পরনে হালকা গেরুয়া সালোয়ার। মেকআপের লেশমাত্র নেই। ওড়নায় কাঁধ ঢেকে মহারাজের কাছ থেকে আশীর্বাদ নিতে দেখা গেল বলিউড অভিনেত্রীকে। পরমার্থ নিকেতন আশ্রমের সাধুসন্তদের সঙ্গে আলাপচারিতা সেরে আখড়ায় মেঝেয় বসে আধ্যাত্মিক আলোচনায় মগ্ন থাকতে দেখা যায় ক্যাটরিনাকে। মন দিয়ে মহারাজের কথা শুনছিলেন।
সংবাদ সংস্থা পিটিআই-এর ক্যামেরাবন্দি ছবিতেই দেখা গেল, তারকাসুলভ কোনও আচরণ নেই! বরং মহাকুম্ভে গিয়ে সেখানকার 'আধ্যাত্মিক ভবে' মজে বলিউড অভিনেত্রী। এমন 'সংস্কারি বউমা'র সঙ্গে কথা বলে ততোধিক খুশি আশ্রমের সাধুসন্তরা। পুষ্পাভিষেকের মাধ্যমে অভিনেত্রীকে আশীর্বাদও করেন স্বয়ং মহারাজ স্বামী চিদানন্দ সরস্বতী। পরদিন মঙ্গলবার ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দেন ক্যাটরিনা কাইফ। কেমন অনুভূতি? ক্যাটরিনা জানিয়েছেন, "আমি ভাগ্যবান, যে এবার এখানে আসতে পারলাম। আজ গোটা দিনটা মহাকুম্ভেই কাটাব। এখানকার আধ্যাত্মিক শক্তি উপভোগ করছি। স্বামী চিদানন্দ সরস্বতীর সঙ্গে দেখা করে ভীষণ ভালো লাগছে।"