সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও মহাকুম্ভে আস্থার ডুব, আবার কখনও স্বামী-শাশুড়িকে নিয়ে মন্দিরে মন্দিরে পুজো। বিয়ের তিন বছরেই আদ্যোপান্ত 'সংস্কারি বউমা' হয়ে উঠেছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। অনুরাগীদের আক্ষেপ, বর্তমানে তাঁকে বলিউডের পর্দার কম, তুলনায় মন্দিরে বেশি দেখা যায়! মঙ্গলবার ক্যাটরিনাকে দেখা গেল, কর্নাটকের এক জনপ্রিয় মন্দিরে পুজো দিতে।

দাক্ষিণাত্যভূমে কুক্কে শ্রী সুব্রমণিয়াম মন্দিরটি বেশ জনপ্রিয়। নিত্যদিন শত শত পুণ্যার্থীদের ভিড় লেগে থাকে এখানে। মঙ্গলবার সেখানেই চুপিসারে 'সর্প সংস্কারা' পুজো দিতে দেখা যায় ক্যাটরিনাকে। ধর্মীয় বিশ্বাস, এই রীতিতে পুজো দিলে নাকি ভাগ্যের কালসর্প দোষ কেটে যায়। এদিন মন্দিরে বেশ কয়েকটি রীতি মেনে পুজো দেন ক্যাটরিনা কাইফ। সূত্রের খবর, বুধবারও কিছু পুজো করতে হবে অভিনেত্রীকে। দুপুরে কুক্কে শ্রী সুব্রমণিয়াম মন্দিরে পুজো দেওয়ার পর ঘোমটায় মুখ ঢেকে 'অন্নদানম' রীতিও পালন করেন কৌশলদের বউমা। মন্দিরের প্রথা অনুযায়ী এটি ভোগ বিতরণ করার রীতি। জানা গিয়েছে, পুজো পর্বের পর সেখানকার এক নিকটবর্তী হোটেলে থাকবেন ক্যাটরিনা। উল্লেখ্য, এদিন কিন্তু ক্যামেরা দেখেই নিজেকে গুটিয়ে নিয়েছেন অভিনেত্রী। সাধারণত পাপারাজ্জিদের সামনে খোলামেলাভাবে হাসিমুখেই ধরা দেন ক্যাটরিনা। তবে ফটোশিকারিদের দেখে এদিন এড়িয়ে যান। কোনওরকম কথাও বলেননি।
বছর তিনেক হল বিয়ের। আরব সাগরের তীরে সুখের ঘরকন্না সাজিয়েছেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। ইতিমধ্যেই কৌশল পরিবারের বউমা ক্যাট সুন্দরী যে পুরোদস্তুর সংসারি হয়ে উঠেছেন, সেকথা আগেই ফাঁস করেছিলেন স্বামী ভিকি। একেবার কড়া হাতে সংসার খরচের পাই-পয়সার হিসেব রাখেন অভিনেত্রী। সম্প্রতি শাশুড়ি বিনা কৌশলকে নিয়ে মহাকুম্ভে যোগ দিয়েছিলেন। সেখানকার আশ্রমে সাধুসন্তদের সঙ্গে আলাপচারিতাও সারতে দেখা যায় তাঁকে। এবার দক্ষিণের জনপ্রিয় মন্দিরে কালসর্প দোষ কাটানোর পুজো দিতে দেখা গেল ক্যাটরিনা কাইফকে। সদ্য আইফা থেকে ফিরেছেন, আর তার পরই কর্নাটকে ছুটলেন অভিনেত্রী।