সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবর বিশেষভাবে বড়দিন উদযাপনের রেওয়াজ মেনে চলায় বিশ্বাসী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif )। ফি বছর নায়িকার অন্দরমহলের ক্রিসমাস সেলিব্রেশন দেখার জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরাও। তবে মা হওয়ার পর যথারীতি দায়িত্ব বেড়েছে। 'বেবি কৌশল'কে সামলে কীভাবে পরিবারের সঙ্গে এবারের বড়দিন উদযাপন করলেন অভিনেত্রী? মাতৃত্বের পর প্রথম পোস্টে জানান দিলেন ক্যাটরিনা।
গত নভেম্বর মাসে মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। স্বাভাবিকভাবেই জীবনের এই নতুন ইনিংসে দায়দায়িত্ব বেড়েছে দম্পতির। তবে এইমুহূর্তে যে তাঁরা দারুণভাবে সন্তানসুখ উপভোগ করছেন, সেটা ক্যাট সুন্দরীর মাতৃত্বকালীন গ্ল্যমারই বলে দেয়। বৃহস্পতিবার, মা হওয়ার পর প্রথম সোশাল মিডিয়ায় সক্রিয় হতে দেখা গেল অভিনেত্রীকে। মাস দুয়েক বিরতির পর বড়দিনের শুভেচ্ছা জানিয়েই নেটভুবনে প্রত্যাবর্তন ঘটালেন কৌশলদের বউমা। ক্যাটরিনার পোস্ট করা ছবিতে দেখা গেল, দাদা সেবাস্টিয়ান, দেওর সানি আর স্বামী ভিকি কৌশলকে নিয়ে ক্রিসমাস উদযাপনে ব্যস্ত নায়িকা।
মা হওয়ার পর কেমনভাবে দিন কাটছে ক্যাটরিনার? দেখার জন্য মুখিয়ে ছিলেন অনুরাগীরাও। অবশেষে বড়দিনের রাতে সেই ঝলক তুলে ধরলেন তিনি। বড়দিন উদযাপনের পোস্টে স্বামী, দাদা এবং দেওরের মধ্যমণি হয়ে দেখা গেল তাঁকে। ক্রিসমাস থিমের সঙ্গে মিলিয়ে একমাত্র ক্যাটরিনাই লাল রঙের পোশাকে সেজেছিলেন। মুখে চওড়া হাসি নিয়ে ভিকির ক্যামেরায় পোজ দিলেন অভিনেত্রী। ক্যাপশনে শুধু উল্লেখ, 'সকলের জন্য আনন্দ এবং শান্তি কামনা করছি। শুভ বড়দিন!'
গত ৭ নভেম্বর ক্যাটরিনার কোল আলো করে জন্ম নিয়েছে পুত্রসন্তান। যাঁকে ঘিরে বর্তমানে কৌশল পরিবারের সদস্য়দের আনন্দ, উল্লাসে দিন কাটছে। ভিকিও যে কাজের অবসরে চুটিয়ে পিতৃত্ব উপভোগ করছেন, সেকথা তিনি আগেই জানিয়েছেন। এমনকী সন্তানের ন্যাপি বদলানোর দায়ভারও পড়ছে তাঁর উপ মাঝেমধ্যে। তবে সেকাজ নাকি অভিনয় করার থেকে সহজ ঠেকছে ভিকির কাছে। এমনটা অভিনেতা সম্প্রতি নিজেই ফাঁস করেছেন। এবার স্ত্রী, শ্যালক, ভাইকে নিয়ে বড়দিন উদযাপন করতে দেখা গেল ভিকি কৌশলকে। তবে ক্যাটরিনা সোশাল মিডিয়ায় কামব্যাক করলেও সন্তানের মুখ দেখাননি।
