সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত জাকির হুসেন। সোমবার ভোররাতে উস্তাদের প্রয়াণের খবর নিশ্চিত করা হয়েছে পরিবারের তরফে। রবিবারই গুরুতর অসুস্থ হয়ে আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন উস্তাদ। জানা গিয়েছে, হৃদযন্ত্রের সমস্যার জন্যই শিল্পীর শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছিল। পরিবারের তরফেও তাঁর দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনার অনুরোধ করা হয়। এর মাঝেই জাকির হোসেনের মৃত্যুর খবর রটে যায়। খোদ উস্তাদের বোন জানান, "তিনি আশঙ্কাজনক। তবে বেঁছে আছেন। সকলে প্রার্থনা করুন।" কিন্তু শেষ রক্ষা আর হল না। সান ফ্রান্সিসকোর হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবার ভোরে আসমুদ্র হিমাচলে আছড়ে পড়ল উস্তাদের প্রয়াণের দুঃসংবাদ। ইতিমধ্যেই দেশের রাজনৈতিকমহল থেকে সিনেজগতের তারকারা শোকপ্রকাশ করেছেন।
6.06- পরিবারের তরফ থেকে জানানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রেই শেষকৃত্য সম্পন্ন হবে শিল্পীর।
১.৪০- শোকপ্রকাশ করে সংবাদ প্রতিদিনকে মমতাশঙ্কর জানালেন, "উনি কত বড় মাপের সঙ্গীতশিল্পী, সেটা সারা বিশ্ব জানে। কিন্তু আমি বলব, জাকির ভাই কতটা মাটির মানুষ ছিলেন। একবার মনে আছে আমরা সপরিবারে বিদেশ থেকে ফিরছিলাম, জাকির হুসেনও ওঁর পরিবারকে নিয়ে ফিরছিলেন। হঠাৎ দেখা আমাদের বিমানবন্দরে। সেই স্মৃতিটা আমার কাছে খুব মজার। আমার ছেলে আর ওঁর বাচ্চারা বিমানবন্দরে কার্পেটের উপর গড়াগড়ি খাচ্ছিল। এর পর ওখানেই বাচ্চাদের ঘুম পাড়িয়ে, আমরা আড্ডা দেওয়া শুরু করলাম। একেবারে পরিবারের মতো। যেহেতু আল্লা রাখাজি আমার কাকার সঙ্গেও পারফর্ম করেছেন। জাকির ভাইয়ের সঙ্গেও আমাদের পরিবারের খুব ভালো সম্পর্ক। খবরটা বিশ্বাসই হচ্ছে না। কাছের মানুষ হারালাম। সঙ্গীতদুনিয়ার বড় ক্ষতি। এই শূন্যতা কখনও পূরণ হবে না। এত নম্র-ভদ্র ব্যক্তি ছিলেন, আবার চট করে মিশেও যেতে পারতেন।"
১.১০- "উস্তাদ আপনার তবলার তাল চিরকাল কানে বাজবে। ওঁর হাতে যেমন ছন্দের সৃষ্টি হত, তেমনই ওঁর হাসিখুশি, নম্র ব্যক্তিত্বে সুরের বহিঃপ্রকাশ ঘটত ...। শান্তিতে ঘুমোন জাকির হুসেনজি। আমরা ভাগ্যবান যে, আপনার ম্যাজিকের সাক্ষী থাকতে পেরেছি। আপনার সঙ্গীত কোনওদিন কোনও বাঁধা মানেনি। গোটা বিশ্ব আজ শোকাহত," শোকপ্রকাশ শচীন তেন্ডুলকরের।
১২. ০৫- কেন্দ্রীয়মন্ত্রী রাজনাথ সিং শোকপ্রকাশ করে জানিয়েছে, "সঙ্গীতজগতে অনবদ্য অবদানে ভারতকে গর্বিত করেছিলেন উস্তাদ জাকির হুসেন। ওঁর চলে যাওয়াটা খুব কষ্টের।"
১২.০০- জাকির হুসেনের প্রয়াণে শোকবার্তা প্রধানমন্ত্রীর। এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদি লিখেছেন, "কিংবদন্তী তবলা মায়েস্ত্রো উস্তাদ জাকির হুসেনজি'র প্রয়াণে গভীরভাবে শোকাহত। অনবদ্য প্রতিভার জন্য উনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। বাদ্যযন্ত্র তবলাকে বিশ্বের দরবারে এনে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের দুনিয়ায় যিনি বিপ্লব ঘটিয়েছিলেন। যাঁর তবলার ছন্দে লক্ষ লক্ষ মানুষকে মুগ্ধ হয়েছে। গ্লোবাল মিউজিকের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মেলবন্ধনের নেপথ্যের অন্যতম কাণ্ডারী উস্তাদ জাকির হুসেন। ওঁর সৃষ্টি আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। জাকিরজি'র পরিবার, বন্ধুবান্ধবদের প্রতি আমার সমবেদনা রইল।"
১০.৫৮- "আমরা যাঁরা ছন্দের জগতে বাস করি, আমাদের সূর্যকে হারালাম", ফেসবুক পোস্টে শোকপ্রকাশ জনপ্রিয় তবলাবাদক বিক্রম ঘোষের।
১০.৫০- "ভারতীয় সংস্কৃতির ছন্দ থামল", শোকবার্তা রণদীপ হুডার।
১০.১৫- 'গদর' অভিনেতা সানি দেওল শোকপ্রকাশ করে লিখেছেন, "এই অভাব কোনওদিন পূরণ হবে না। তবলার তালের মধ্য দিয়েই বেঁচে থাকবেন উস্তাদ। পরপারে ভালো থাকবেন জাকির সাহেব।"
১০.০০- 'আপনি ভারতকে সমৃদ্ধ করেছেন উস্তাদ', শোকবার্তা সাংসদ-অভিনেত্রী কঙ্গনা রানাউতের।
৯.৪৫- "এর অমূল্য রত্নকে হারালো বিশ্ব", শোকপ্রকাশ শিখর ধাওয়ানের।
৯.৩০- উস্তাদের প্রয়াণে ফারহান আখতারের শোকবার্তা, "আমাদের সময়ের অন্যতম সেরা শিল্পী আর নেই। আপনি আপনার সঙ্গীতসৃষ্টি এবং মানবতার মাধ্যমে এই ধরাধামে যে আনন্দ এনেছেন তার জন্য ধন্যবাদ জাকির ভাই।"
৯.২৫- শোকপ্রকাশ ভূমি পেড়নেকরের।
৯.২০- 'অত্যন্ত দুঃখের দিন', এক্স হ্যান্ডেলে শুধু এটুকু লিখেই কান্নার ইমোজি দিলেন অমিতাভ বচ্চন। ব্লগে লিখেছেন, "জিনিয়াস, মায়েস্ত্রো জাকির হুসেন চিরতরের জন্য আমাদের ছেড়ে চলে গেলেন।"
৯.১৫- কমল হাসান লিখলেন, "জাকির ভাই! বড্ড তাড়াতাড়ি চলে গেলে। তবুও তুমি আমাদের জন্য যে লিগ্যাসি রেখে গেলে, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। ধন্যবাদ।"
৯.১৪- কিংবদন্তী মায়েস্ত্রোর প্রয়াণে ভগ্নহৃদয়ে শোকপ্রকাশ করিনা কাপুর খান। স্মৃতির সরণিতে হেঁটে বাবা রনধীর কাপুর এবং জাকির হোসেনের সঙ্গে তাঁর ছবি পোস্ট করেছেন। শোকপ্রকাশ মালাইকা অরোরাও।
৯.১০- "জাকির সাহেবের চলে যাওয়া ভারত তথা গোটা বিশ্বের সঙ্গীতজগতের জন্য অপূরণীয় ক্ষতি", শোকবার্তা রীতেশ দেশমুখের। উস্তাদের উদ্দেশে অভিনেতা লেখেন, "স্যর, আপনার সঙ্গীত আমাদের জন্য মূল্যবান উপহার। যা কিনা আগামী প্রজন্মকেও অনুপরাণিত করবে। আপনার লিগ্যালি চিরকাল বেঁচে থাকবে।"
সকাল ৯.০৫- মায়েস্ত্রোর ছবি পোস্ট করে শোকবার্তা রণবীর সিংয়ের।
সকাল ৯.০০- জাকির হুসেনের সাহেবের প্রয়াণের খবরে খুব কষ্ট হচ্ছে। উনি প্রকৃত অর্থেই আমাদের দেশের সঙ্গীতজগতের মহীরুহ। ওম শান্তি।