সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার ‘কেশরী চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ’ ছবির টিজার প্রকাশ্যে এসেছে। আর পয়লা ঝলকেই আইনজীবীর ভূমিকায় ব্রিটিশদের বিরুদ্ধে রগরগে সংলাপে নজর কেড়েছেন অক্ষয় কুমার। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডর প্রতিবাদে আইনজীবী সি শংকরণ নায়ারের ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গর্জে ওঠার কাহিনি দেখা যাবে 'কেশরী চ্যাপ্টার ২'-এ। ছবিতে অক্ষয়ের সঙ্গে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে অনন্যা পাণ্ডে এবং আর মাধবনকেও। এবার ছবিতে আইনজীবীর সাজে অনন্যার লুক ভাইরাল হল নেটদুনিয়ায়।

সদ্য প্রকাশিত একটি পোস্টারে অনন্যার নতুন লুক প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, উকিলের কালো ওয়েস্ট কোট, গলায় সাদা ব্যান্ড সঙ্গে সাদা শাড়িতে একেবারে ভিন্টেজ লুকে ধরা দিয়েছেন অনন্যা। একই সঙ্গে মাধবনের লুকও নজর কেড়েছে নেটিজেনদের। চোখে গোল ফ্রেমের চশমার সঙ্গে কাঁচা-পাকা গোঁফ-দাড়িতে অভিনেতাকে চেনা দায়। জানা গিয়েছে, অক্ষয়ের মতো তাঁকেও এই ছবিতে আইনজীবীর ভূমিকাতেই দেখা যাবে।
অনন্যার লুক প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে। তাঁর ছবি দেখে অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ কেউ অনন্যার লুক দেখে অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়েছেন। এক অনুরাগী লিখেছেন, 'ভালো অভিনেত্রী হওয়ার লক্ষ্যে অনন্যা এগিয়ে চলেছেন।' তবে অভিনেত্রীকে ট্রোল করতেও ছাড়েননি নেটিজেনরা। অনেকেই এই চরিত্রের জন্য অনন্যাকে 'মিসকাস্ট' বলেছেন। এমনকী অ্যাংলো-ব্রিটিশ মহিলার চরিত্রে অনন্যাকে মানাবে না বলেও দাবি তুলেছেন বেশ কয়েকজন। যাবতীয় ট্রোলের উত্তরে অভিনেত্রী অবশ্য এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। তবে অনন্যার বলিউডি কেরিয়ারে 'কেশরী চ্যাপ্টার ২' যে বিশেষ মাইলস্টোন যোগ করবে, সেই অনুমান এখনই করা যেতে পারে।