shono
Advertisement

Breaking News

Khakee The Bengal Chapter

জিৎ বনাম প্রসেনজিৎ! চমকে দিল ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর টিজার

নীরজ পাণ্ডের এই সিরিজে থাকছেন পরমব্রত-শাশ্বতও।
Published By: Biswadip DeyPosted: 04:10 PM Feb 04, 2025Updated: 05:10 PM Feb 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীরজ পাণ্ডের ‘খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার’ সিরিজের কাস্টিং নিয়ে প্রথম থেকেই চর্চা ছিল তুমুল। প্রসেনজিৎ চট্টোপাধ‌্যায়, জিৎ, পরমব্রত চট্টোপাধ‌্যায়, শাশ্বত চট্টোপাধ‌্যায়কে একসঙ্গে দেখতে পাওয়াটা দর্শকদের জন্য এক বিরাট 'ট্রিট' হতে চলেছে বলেই মনে করা হচ্ছিল। মঙ্গলবার ওয়েব সিরিজের টিজার প্রকাশ পেতেই বোঝা গেল কতটা জমজমাট হতে চলেছে ‘খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার’।

Advertisement

নিঃসন্দেহে সবচেয়ে বেশি চোখ টানছেন দুই সুপারস্টার জিৎ ও প্রসেনজিৎ। এই প্রথম দুজনকে পর্দায় একসঙ্গে দেখা যাবে। বাংলা নয়, হিন্দি এই ওয়েব সিরিজে। জিৎ এখানে ডাকাবুকো পুলিশ অফিসারের ভূমিকায়। অন্যদিকে রাজনীতিবিদের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পুলিশের ভূমিকাতে পরমব্রত। শাশ্বতকে দেখা গেল সাদা পাঞ্জাবিতে। তাঁর ঠোঁটের কোণে চিলতে হাসি। অন্য দৃশ্যে তিনি নিজেই কপালে ঠেকাচ্ছেন পিস্তল। এছাড়াও টিজারে দেখা মিলল ঋত্বিক ভৌমিক, চিত্রাঙ্গদা সিং, আদিল জাফর খান এবং মিঠুনপুত্র মিমো চক্রবর্তী, পূজা চোপরাদের। প্রসঙ্গত, ২০০৮ সালে মিমোর প্রথম সিনেমা ‘জিমি’ মুক্তি পেয়েছিল। ছবি তেমন সাফল্য পায়নি। ‘হন্টেড 3D’ ছবিতে অবশ্য দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছিলেন মিঠুনপুত্র। বাংলা সিনেমায় মিমোর আত্মপ্রকাশ ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘রকি’ সিনেমার মাধ্যমে। নীরজের সিরিজে তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলেই মনে করা হচ্ছে।

টিজার জুড়ে একটা উত্তেজনার আবহ দেখা গিয়েছে। শুরুতেই বন্দুক, কার্তুজের ঝলক। ক্রমে পুলিশ, রাজনীতি ও খুনখারাপির কোলাজে জমজমাট দৃশ্যগুলি নিঃসন্দেহে কৌতূহলোদ্দীপক। জিৎকে বলতে শোনা গিয়েছে, ‘যব তক কুছ বদলেঙ্গে নেহি, কুছ বদলেগা নেহি।’ আর আবহে আগাগোড়াই প্রায় কৈলাস খেরের কণ্ঠনিঃসৃত ‘এক অউর রং ভি দেখিয়ে ইয়ে বাঙ্গাল কা’ এক অন্য মাত্রা যোগ করেছে।

২০২২ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’। করণ ট্যাকার, অবিনাশ তিওয়ারি, অভিমন্যু সিংয়ের মতো অভিনেতা ছিলেন সেখানে। এর পর থেকেই নাকি ‘খাকি: বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রস্তুতি শুরু করে দেন নীরজ। অবশেষে মুক্তি পেল টিজার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নীরজ পাণ্ডের ‘খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার’ সিরিজের কাস্টিং নিয়ে প্রথম থেকেই চর্চা ছিল তুমুল।
  • প্রসেনজিৎ চট্টোপাধ‌্যায়, জিৎ, পরমব্রত চট্টোপাধ‌্যায়, শাশ্বত চট্টোপাধ‌্যায়কে একসঙ্গে দেখতে পাওয়াটা দর্শকদের জন্য এক বিরাট 'ট্রিট' হতে চলেছে বলেই মনে করা হচ্ছিল।
  • মঙ্গলবার ওয়েব সিরিজের টিজার প্রকাশ পেতেই বোঝা গেল কতটা জমজমাট হতে চলেছে ‘খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার’।
Advertisement