shono
Advertisement
Kiara Advani

মা হওয়ার পর নয়া চ্যালেঞ্জের প্রস্তুতি, এবার 'ট্র্যাজিক ক্যুইনে'র বায়োপিকে কিয়ারা!

মীনা কুমারীর প্রাক্তন স্বামী তথা পরিচালক কমল আমরোহীর চরিত্রে কাকে দেখা যাবে?
Published By: Sulaya SinghaPosted: 08:21 PM Jun 23, 2025Updated: 08:21 PM Jun 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা হওয়ার পর আবারও কাজে ফিরছেন কিয়ারা আডবাণী। আর ফিরেই নাকি রীতিমতো চমকে দিতে চলেছেন অনুরাগীদের। কারণ সব ঠিকঠাক থাকলে ট্যাজেডি ক্যুইন মীনা কুমারীর বায়োপিকে কিংবদন্তি অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করবেন কিয়ারা।

Advertisement

মীনা কুমারীর আত্মজীবনী ফুটে উঠবে রুপোলি পর্দায়। এই খবর শিরোনামে আসার পর থেকেই কৌতূহলী সিনেপ্রেমীরা। তাঁর চরিত্রে কাকে সবচেয়ে বেশি মানাবে, কাকে দেখা যাবে, এসব নিয়েই শুরু হয়ে যায় আলোচনা। সারেগামাপা এবং আমরোহী পরিবারের সঙ্গে হাত মিলিয়ে বিগ বাজেটের ছবি তৈরি করতে চলেছেন সিদ্ধার্থ পি মালহোত্রা। কিন্তু কিংবদন্তি অভিনেত্রীর ভূমিকায় কে অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। ইতিমধ্যেই উঠে এসেছে একাধিক অভিনেত্রীর নাম। তবে এবার পাওয়া গেল নয়া আপডেট। শোনা যাচ্ছে, এই চরিত্রের জন্য নাকি প্রস্তাব পেয়েছেন কিয়ারা। সিদ্ধার্থঘরনির মধ্যে সেই আবেগী শরীরী আবেদন রয়েছে বলে মনে করছেন পরিচালক। পর্দায় মীনা কুমারীর গ্ল্যামার এবং তাঁর কেরিয়ারের যন্ত্রণার কাহিনি ফুটিয়ে তুলতে পারবেন একমাত্র কিয়ারাই! সুতরাং দুয়ে দুয়ে চার হলে পর্দায় কিয়ারাই যে মীরা হবেন, তা শুধু সময়ের অপেক্ষা।

এখানেই শেষ নয়, সূত্রের খবর, ছবির চিত্রনাট্যও হাতে পেয়েছেন 'লাস্ট স্টোরি' খ্যাত কিয়ারা। যা পড়ে মুগ্ধ তিনি। যদিও এখনও সইসাবুদের পালা বাকি। তবে এই চরিত্রে যদি সত্যিই কিয়ারাকে দেখা যায়, তবে এ ছবির হাত ধরে তাঁর ফিল্মি কেরিয়ারও নয়া মাইলফলক স্পর্শ করবে।

এবার প্রশ্ন হল মীনা কুমারীর প্রাক্তন স্বামী তথা পরিচালক কমল আমরোহীর চরিত্রে কাকে দেখা যাবে? মীনার জীবনের যন্ত্রণার দিকটি তুলে ধরার জন্য খুব ভেবেচিন্তে অভিনেতা বাছাইয়ের পথে হাঁটছেন পরিচালক। ক্যামেরার সামনে এক্ষেত্রে কিয়ারার সঙ্গে কার রসায়ন দর্শকদের মনে দাগ কাটবে, সেসব ভেবেই অভিনেতা বাছবেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মীনা কুমারী আত্মজীবনী ফুটে উঠবে রুপোলি পর্দায়।
  • এই খবর শিরোনামে আসার পর থেকেই কৌতূহলী সিনেপ্রেমীরা।
  • তাঁর চরিত্রে কাকে সবচেয়ে বেশি মানাবে, কাকে দেখা যাবে, এসব নিয়েই শুরু হয়ে যায় আলোচনা।
Advertisement