সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লন্ডনের কোটিপতি প্রেমিক কবীর বাহিয়াকে নিয়ে সম্প্রতি দিল্লির বাড়িতে মা-বাবার সঙ্গে দেখা করিয়েছিলেন কৃতী স্যানন (Kriti Sanon)। বলিপাড়ার অন্দরে কানাঘুষো, পাকা কথার সুবাদেই দিল্লি উড়ে গিয়েছিলেন জুটিতে। কৃতী নাকি খুব শিগগিরিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। পাত্রের মা-বাবাও দিল্লিতেই থাকেন। তবে দুই পরিবারের পাকা কথা সম্পন্ন হলেও চলতি বছর বিয়ের পিঁড়িতে বসতে পারবেন না অভিনেত্রী।

কেন ভেস্তে গেল ২০২৫ সালে কৃতীর বিয়ের প্ল্যান? বলিউড মাধ্যম সূত্রে খবর, এবছর বেশ কয়েকটা কাজ রয়েছে অভিনেত্রীর হাতে। পাইপলাইনে একের পর এক কাজ। বর্তমানে আনন্দ এল রাইয়ের 'তেরে ইশক ম্যায়' ছবির শুটিংয়ে ব্যস্ত কৃতী স্যানন। আর সেই সিনেমার কাজ সেরেই 'ককটেল ২'-এর সিক্যুয়েলের প্রস্তুতি শুরু করবেন তিনি। যদিও ২০১২ সালের সুপারহিট ছবির এই সিক্যুয়েলে কেমন চরিত্রে ধরা দেবেন কৃতী, সেটা নিয়ে এখনও নির্মাতাদের মুখে কুলুপ! তবে অভিনেত্রী যে এবছর ছাদনাতলায় বসতে পারবেন না, সেকথা নিশ্চিত করা হয়েছে কৃতীর ঘনিষ্ঠ সূত্রের তরফে। অভিনেত্রীর এক ঘনিষ্ঠ মারফৎ জানা গিয়েছে, "চলতি বছরে ওঁর সময়টা কোথায় বিয়ে করার? কৃতী এখন দিল্লিতে। পুরোদমে আনন্দ এল রাইয়ের ছবির শুটিং করছে। আগামী কয়েক মাস পর্যন্ত সেটা নিয়েই ব্যস্ত থাকবে। মুক্তির চরিত্র ফুটিয়ে তুলতে বেজায় কসরত করতে হচ্ছে ওঁকে। আর 'তেরে ইশক ম্যায়' ছবির কাজ শেষ হয়ে গেলেই 'ককটেল ২'-এর শুটিং শুরু করবে। মাঝখানে বিরতিও নেই। গোটা ২০২৫ সালের গোটা বছরটাই কাজ নিয়ে এত ব্যস্ত থাকবে কৃতী যে বিয়ের প্রস্তুতি তো দূরের কথা।"
গত বছর থেকেই বলিউড গুঞ্জন, কৃতী স্যানন নাকি প্রেম করছেন। তাও আবার কমবয়সি ছেলের সঙ্গে। জানা গিয়েছে, প্রেমিকের সঙ্গে কৃতীর বয়সের ফারাক ৯ বছরের। মাঝেমধ্যেই কৃতী এবং তাঁর প্রেমিককে ইতি-উতিও দেখা যাচ্ছে। লন্ডনের ব্যবসায়ী কবীর বাহিয়ার প্রেমেই হাবুডুবু খাচ্ছেন কৃতী স্যানন। এই কবীরের সঙ্গে দেখা করতে নাকি মাঝেমধ্যেই লন্ডনে উড়ে যান অভিনেত্রী। জানা গিয়েছে, বোন নূপুর স্যাননের হাত ধরেই কবীরের সঙ্গে তাঁর পরিচয়। তার পর বন্ধুত্ব থেকে প্রেম। সূত্রের খবর, এই কবীর বাহিয়া ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পাণ্ডিয়ার খুব কাছের বন্ধু। তাই ছোটবেলা থেকে ক্রিকেট খেলাতেও পারদর্শী কবীর। গতবছর কবীরের সঙ্গেই হোলি কাটিয়েছিলেন কৃতী। সোশাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও করেন অভিনেত্রী। তারপর থেকেই গুঞ্জনের পালে হাওয়া লাগে। কৃতী স্যানন এই সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস। মাসখানেক আগেই ভাইরাল হয়েছিল কৃতী-কবীরের হাত ধরে ঘুরে বেড়ানোর ছবিও। এবার 'ধূমকেতু'র মতো প্রেমিকের হাত ধরে দিল্লি বিমানবন্দরে দেখা যায় তাঁকে। সেখান থেকেই বিয়ের জল্পনার সূত্রপাত। কারণ কবীর বাহিয়ার মা-বাবাও দিল্লিতেই থাকেন।