shono
Advertisement
Kumar Sanu

'ভালোবাসতে না পারলেও, হেনস্তা কোরো না', কুমার শানুর ৫০ কোটির মানহানি মামলা নিয়ে মুখ খুললেন প্রাক্তন স্ত্রী

শানুর বিরুদ্ধে গর্ভাবস্থায় গার্হস্থ্য হিংসার অভিযোগ তোলেন তাঁর প্রাক্তন স্ত্রী।
Published By: Sayani SenPosted: 02:49 PM Dec 22, 2025Updated: 02:59 PM Dec 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুমার শানু  (Kumar Sanu) ও তাঁর প্রাক্তন স্ত্রীর মধ্যে চলছে কাদা ছোঁড়াছুঁড়ি। নোটিস পাঠিয়ে স্ত্রীর থেকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছেন কুমার শানু। এবার এই প্রসঙ্গে নীরবতা ভাঙলেন সঙ্গীতশিল্পীর প্রাক্তন স্ত্রী রীতা।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি তাজ্জব। তিন সন্তানের মায়ের বিরুদ্ধে ও মামলা দায়ের করেছে। নোটিস পাঠিয়ে ৫০ কোটি টাকা দাবি করেছেন। আমি জানিনা কীভাবে শানু স্বপ্ন দেখলেন যে আমার কাছে অনেক টাকা আছে। এটা সত্যিই দুঃখজনক।" বলে রাখা ভালো, গত ১৯৯৪ সাল থেকে বিচ্ছিন্ন রীতা ও কুমার শানু। তাঁদের তিন সন্তান রয়েছে। কনিষ্ঠ সন্তান ৩১ বছর বয়সি। দাম্পত্য সম্পর্ক নিয়ে বছরের পর বছর ধরে চলছে আইনি টানাপোড়েন। তা নিয়ে এক সাক্ষাৎকারে রীতা বলেন, "আমি ওঁকে আদালতে দেখেছি। জোড় হাত করে বলেছি ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। তিন সন্তানের ভালো বাবা হওয়ার চেষ্টা করো। আমাদের ভালোবাসতে না পারলে বেসো না। আমাদের বিরক্ত কোরো না। হেনস্তা কোরো না কোনওভাবে।"

মাসখানেক আগে এক সাক্ষাৎকারে কুমার শানুর সঙ্গে দাম্পত্য নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য। রীতিমতো গর্ভাবস্থায় গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলেছিলেন তিনি। রীতা দাবি করেন, অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁকে খেতে দিতেন না গায়ক। এমনকী, সন্তানের খাবার জন্য টাকা চাইতে গিয়েও নাকি অপমানিত হতে হয়েছে তাঁকে! এসব অভিযোগের পরই নেটপাড়ায় লাগাতার কটাক্ষ, সমালোচনার মুখে পড়তে হয় কুমার শানুকে। যার জেরে গত অক্টোবর মাসে আইনজীবী সানা রইস খানের মাধ্যমে প্রাক্তন স্ত্রীকে আইনি নোটিস পাঠান কুমার শানু। বম্বে হাই কোর্টে মানহানির মামলা দায়ের করেন। ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চান গায়ক। তা নিয়েই এবার নীরবতা ভাঙলেন শানুর প্রাক্তন স্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শানুর বিরুদ্ধে গর্ভাবস্থায় গার্হস্থ্য হিংসার অভিযোগ তোলেন তাঁর প্রাক্তন স্ত্রী।
  • কুমার শানুর বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন স্ত্রী।
  • তিনি বলেন, "ভালোবাসতে না পারলেও, হেনস্তা কোরো না।"
Advertisement