সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'খাদান', 'সন্তান', 'চালচিত্র', এবং '৫ নং স্বপ্নময় লেন', ২০ ডিসেম্বর শীতকালীন প্রেক্ষাগৃহে একসঙ্গে চার-চারটি সিনেমা রিলিজ করছে। তবে দু সপ্তাহ ধরে সিনেমা হলে রাজত্ব করা 'পুষ্পা' এখনও গদি ছাড়তে নারাজ! যার ফলস্বরূপ বেশি সংখ্যক শো পাওয়া নিয়ে বেগ পেতে হচ্ছে বাংলা সিনেমাগুলোকে। দেব একাই ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে সোশাল মিডিয়ায় আরও কোনও পরিচালক-প্রযোজকের চড়া সুর শোনা না গেলেও ইন্ডাস্ট্রির অন্দরমহল সূত্রে খবর, 'সন্তান'ও নাকি একই সমস্যার সম্মুখীন। এবার বাংলা সিনেমার হয়ে মাঠে নামলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।
'পুষ্পা ২' ঝড়ে বাংলা সিনেমা (Bengali Films) কেন ব্রাত্য থাকবে? সেই প্রশ্ন তুলে যখন টলিউডের একাংশ সরব, তখন কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে চারটি বড়দিন রিলিজের ছবি পোস্ট করে লিখেছেন, "'পুষ্পা ২' চলুক। কিন্তু সামনে চারটি নতুন বাংলা সিনেমা আসছে। 'খাদান', 'সন্তান', 'চালচিত্র', এবং '৫ নং স্বপ্নময় লেন'। পাশাপাশি 'বহুরূপী' এখনও দাপটে চলছে। বাংলা ছবির হল পেতে সমস্যার কথা শোনা যাচ্ছে কেন? হিন্দি বা অন্য ছবি চলবে। কিন্তু বাংলা ছবিকে যথাযথভাবে দর্শকের দরবারে হাজির হওয়ার সুযোগ তো দিতে হবে। দর্শক ভালোমন্দ বিচার করবেন তারপর। চারটি নতুন ছবি একসঙ্গে। কম বড় কথা নয়। হল সমস্যার সুষ্ঠু সমাধান হোক।"
রিলিজের আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি। তবে বুধবারও 'খাদান'-এর অগ্রীম বুকিং শুরু করতে পারলেন না দেব। দর্শক-অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি এর জন্যে। দক্ষিণী ব্লকবাস্টার 'পুষ্পা' ঝড়ে টলিউডে অশনি সংকেত! এই প্রথমবার অবশ্য বাংলা ছবি এমন সমস্যার সম্মুখীন হয়নি। এর আগেও বাংলার প্রেক্ষাগৃহেই বাংলা সিনেমা ‘কোণঠাসা’ হওয়ার খবর একাধিকবার শিরোনামে এসেছে। সপ্তাহ দুয়েক আগে মুক্তি পাওয়া ‘পুষ্পা ২’র জন্য রীতিমতো ‘সিঁদুরে মেঘ’ দেখছে টলিউড! টানা দুই সপ্তাহ রমরমিয়ে ব্যবসা করার পরও বড়দিনের সপ্তাহেও যে বাংলার প্রেক্ষাগৃহে দক্ষিণী সিনেমার দাপট বজায় থাকবে, তার আগাম ইঙ্গিত মিলেছে ইতিমধ্যেই। বুধবার দুপুরে প্রযোজক তথা টলিউড সুপারস্টার দেব খোদ জানালেন, “‘খাদান’-এর অগ্রিম বুকিং শুরু হয়নি বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি শেষমুহূর্ত পর্যন্ত লড়ে যাচ্ছি। বাংলার প্রেক্ষাগৃহগুলিতে অন্য ভাষার সিনেমার ডিস্ট্রিবিউশনই এর জন্য দায়ী।” শোনা যাচ্ছে, ‘খাদান’-এর মতোই একই পরিস্থিতির শিকার বড়দিনের আরও দুই রিলিজ- রাজ চক্রবর্তী পরিচালিত ‘সন্তান’ এবং প্রতীম ডি গুপ্তর ‘চালচিত্র’। এবার বাংলা সিনেমার শো সংখ্যার সমস্যা সমাধানের জন্য বিশেষ বার্তা তৃণমূল নেতা কুণাল ঘোষের।