shono
Advertisement
Kunal Kamra Bigg Boss

'বিগ বস-এর থেকে পাগলা গারদে যাওয়া ঢের ভালো', সলমনের মুখের উপর 'না' বিতর্কিত কুণাল কামরার!

পত্রপাঠ 'বিগ বস'-এর প্রস্তাব নাকচ করলেন কুণাল কামরা।
Published By: Sandipta BhanjaPosted: 01:44 PM Apr 09, 2025Updated: 01:45 PM Apr 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'বিগ বস'-এর ঘর মানেই বিতর্কিত তারকাদের সমাহার। সলমন খানের সঞ্চালনায় প্রতি মরশুমের প্রতিযোগীদের ঘিরেই আলাদা কৌতূহল থাকে দর্শকদের। এবার সংশ্লিষ্ট রিয়ালিটি শোয়ে যোগ দেওয়ার প্রস্তাব গেল কুণাল কামরার কাছে। যিনি সম্প্রতি কৌতুকছলে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে 'গদ্দার' তকমা সেঁটে মহাবিপাকে পড়েছেন। শিণ্ডে সমর্থকদের রোষানলে পড়ার পাশাপাশি কৌতুকশিল্পীকে নিয়ে তোলপাড় গোটা দেশ। 'বুক মাই শো' থেকেও 'ব্ল্যাক লিস্টেড' করে দেওয়া হয়েছে তাঁকে। এবার সেই চলতি বিতর্কযজ্ঞের আবহেই 'বিগ বস'-এ (Bigg Boss) অংশ নেওয়ার প্রস্তাব পেলেন কুণাল কামরা (Kunal Kamra)।

Advertisement

কৌতুকশিল্পী জানিয়েছেন, সলমান খান সঞ্চালিত 'বিগ বস-এর আসন্ন সিজনের জন্য তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছিল। জনপ্রিয় রিয়ালিটি শোয়ে প্রতিযোগী নির্বাচনের দায়িত্বে থাকা এক কাস্টিং ডিরেক্টরই তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তবে সেই প্রস্তাব পত্রপাঠ বিদায় করে দিয়েছেন কুণাল কামরা। কাস্টিং ডিরেক্টর-এর সঙ্গে কথোপকথনের চ্যাট ফাঁস করে কৌতুকশিল্পী সাফ জানিয়ে দিয়েছেন, বিগ বস-এর ঘরে যোগ দেওয়ার থেকে মানসিক হাসপাতালে থাকা ঢের ভালো। ওই কাস্টিং ডিরেক্টর-এর পাঠানো মেসেজে লেখা- 'বিগ বসে'র এই মরশুমের কাস্টিংটা আমি দেখছি এবং আমার মনে হয়, শো নির্মাতারা আপনাকে পছন্দ করবেন। আপনি হয়তো এসবে খুব একটা নজর রাখেন না, তবে সত্যি বলতে কী, আপনার দক্ষতা প্রদর্শনের জন্য এটা পাগল করা একটা প্ল্যাটফর্ম হতে পারে। আপনার কী মনে হয়? আমাদের কি এটি নিয়ে কথা বলা উচিত?" পালটা জবাবে কুণাল লিখেছেন, 'আমি বরং মানসিক হাসপাতালে যেতে চাই...।' যদিও কৌতুকশিল্পী স্পষ্ট করেননি যে তাকে 'বিগ বস ওটিটি' নাকি 'বিগ বস ১৯'-এর প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে আপাতত কুণালের ফাঁস করা চ্যাটের স্ক্রিনশট নিয়ে সরগরম নেটপাড়া।

সম্প্রতি মুম্বইয়ের এক হোটেলে কৌতুক পরিবেশনের সময় শিব সেনার দ্বিখণ্ডিত হওয়াকে ব্যাঙ্গ করেন কুণাল। নাম না করে একনাথ শিণ্ডেকে ‘গদ্দার’ বলেন। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসেরও রোষের মুখে পড়েন কুণাল। ফড়ণবিসের দাবি, অবিলম্বে কুণালের ক্ষমা চাওয়া উচিত। যদিও নিজের বক্তব্যে অনড় কুণাল জানিয়েছেন, ক্ষমা তিনি চাইবেন না। বরং আইনের পথে হেঁটে পরিস্থিতির মোকাবিলা করবেন। মুম্বইয়ের খার এলাকার যে হোটেলের ভিতর ‘হ্যাবিট্যাট’ নামের স্টুডিওয় শো করেছিলেন তিনি, সেখানেও কার্যত ধ্বংসলীলা চালায় শিবসেনা সমর্থকরা। শুধু তাই নয়, মার্চের ২৪ তারিখ খার থানায় এফআইআর দায়ের করেন শিবসেনা বিধায়ক মুর্জি প্যাটেল। তার ভিত্তিতেই কুণালকে একাধিকবার সমন পাঠানো হয়েছিল মুম্বই পুলিশের তরফে। তবে নানাবিধ কারণ দেখিয়ে থানায় হাজিরা দেননি তিনি। তাই শেষমেশ কুণাল কামরার দাদরের বাড়িতে পৌঁছে গিয়েছিল পুলিশ। তবে পুলিশ যেতে না যেতেই ফের স্বমহিমায় কুণাল কামরা। পালটা কটাক্ষ করতে পিছপা হননি কৌতুকশিল্পী। এক ছবি শেয়ার করে 'গণতান্ত্রিকভাবে শিল্পীকে খুন' করার ব্যাকরণ দেখিয়েছেন কুণাল কামরা। এবার 'বিগ বস'-এর প্রস্তাব নাকচ করায় ফের একবার চর্চার শিরোনামে কৌতুকশিল্পী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'বুক মাই শো' থেকেও 'ব্ল্যাক লিস্টেড' করে দেওয়া হয়েছে কুণালকে।
  • এবার সেই চলতি বিতর্কযজ্ঞের আবহেই 'বিগ বস'-এ অংশ নেওয়ার প্রস্তাব পেলেন কুণাল কামরা।
  • সেই প্রস্তাব পত্রপাঠ বিদায় করে দিয়েছেন কুণাল কামরা।
Advertisement