সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকটা দিন। আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালন করা হয়। এই দিনে সাধারণত অনেকে দেবী লক্ষ্মীর আরাধনা করেন। তাতে সংসারে শ্রীবৃদ্ধি হয়। বাস্তুবিদদের মতে, শুধু পুজো করলেই হবে না। এদিন কেনাকাটির ক্ষেত্রেও কয়েকটি নিয়ম পালন করতে হবে। তবে সংসারের আর্থিক উন্নতি ঘটে। জেনে নিন কোন কোন জিনিস অক্ষয় তৃতীয়ায় কেনা উচিত।
কালো রঙ সাধারণত অশুভ হিসাবেই চিহ্নিত করা হয়। তাই বাস্তু বিশেষজ্ঞদের মতে, অক্ষয় তৃতীয়ায় ভুলেও কালো রঙের পোশাক কিনবেন না। তাতে আপনার সংসারে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
অক্ষয় তৃতীয়ায় ভুল করে ঝাঁটা কিনবেন না। জুতোও এদিন না কেনাই ভালো। তাতে শ্রীহীন হতে পারে আপনার সংসার।
বড়সড় আর্থিক ক্ষতির মুখোমুখি হতে না চাইলে অক্ষয় তৃতীয়ায় ভুলেও অ্যালুমিনিয়ামের জিনিস কিনবেন না। তাতে আপনি সমস্যায় পড়বেন।
প্লাস্টিকের জিনিস কিনলেও আপনার ক্ষতি হতে পারে। মা লক্ষ্মীর রোষে পড়তে পারে আপনার সংসার।
বাস্তুবিদদের মতে, অক্ষয় তৃতীয়ায় কেনা জিনিসপত্রের উপর আপনার সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করে। তাই অক্ষয় তৃতীয়ায় ভুল করে কাঁচি, ছুরি জাতীয় কোনও ধারালো জিনিস কিনবেন না।
