সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ বছর কুমার শানুর সঙ্গে সম্পর্কে ছিলেন কুণিকা সদানন্দ (Kunickaa Sadanand)। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি পেশায় একজন আইনজীবীও। ছোটপর্দায় বেশ জনপ্রিয় কুণিকা। একাধিক সিনেমাতেও কাজ করেছেন। নারীদিবসের আগে সেই অভিনেত্রীই উদিত নারায়ণের চুম্বন কাণ্ড নিয়ে এমন মন্তব্য করলেন, যা কিনা বিতর্কযজ্ঞে ঘৃতাহূতির মতো কাজ করল!

চুম্বন কাণ্ডের জেরে ফেব্রুয়ারি মাসের গোড়া থেকেই চর্চার শিরোনামে উদিত নারায়ণ (Udit Narayan)। মঞ্চে গান গাওয়ার মাঝেই তরুণীকে ঠোঁটঠাসা চুমু করে বিতর্কে জড়িয়েছিলেন গায়ক (Udit Narayan Kiss Controversy)। ভাইরাল ভিডিও দেখে বর্ষীয়াণ শিল্পীর এহেন আচরণে বেজায় ক্ষিপ্ত হয় নেটপাড়ার একাংশ। ভারতীয় সভ্যতা, সংস্কৃতির কথা মনে করিয়ে গায়ককে কম তুলোধনা করেনি নেটিজেন। সেই আবহেই মহাকুম্ভ গিয়ে প্রবীণ শিল্পীকে কটাক্ষ শুনতে হয়, ‘চুমু কাণ্ডের পাপ ধুতে গিয়েছিলেন?’ উদিত নারায়ণের ঠোঁটঠাসা চুম্বন বিতর্ক নিয়ে যখন তোলপাড় নেটপাড়া, তখন শিল্পীর পাশে দাঁড়ালেন কুমার শানুর 'প্রাক্তন প্রেমিকা' কুণিকা সদানন্দ।
কুণিকায় কথায়, পুরুষ বলে শুধু উদিতকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে কেন? ওই মহিলাও তো নিজেই যেচে এসেছিলেন। সম্প্রতি এক পডকাস্টে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই কুণিকা সদানন্দ তথা কুমার শানুর প্রাক্তন প্রেমিকার মন্তব্য, "উদিত নারায়ণ চুমু খেয়েছেন বেশ করেছেন। তবে ভুল জায়গায় চুমু খেয়ে ফেলেছেন। ওঁর গালে চুমু খাওয়া উচিত ছিল।" এরপরই তাঁর সংযোজন, "এই ঘটনায় আমি কারও দোষ দেখছি না। কারণ ওই মেয়েটিও তো নিজে থেকেই এগিয়ে এসেছিল। তাহলে পুরুষ বলে উদিতকেই শুধু দোষারোপ করা হবে কেন? এখন আপনার সামনে কেউ থালায় লাড্ডু সাজিয়ে নিলে কী করবেন? খাবেন না?" কুণিকার এহেন মন্তব্যে নেটপাড়ায় একাংশ সায় দিলেও একাংশ আবার নারীবাদী আওড়ে কটাক্ষ করতেও ছাড়লেন না তাঁকে।
চুম্বনকাণ্ডের জেরেই নতুন করে চর্চার শিরোনামে প্রবীণ শিল্পী। ঠিক কী ঘটেছে? ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, মঞ্চে উদিত নারায়ণ। গাইছেন, ‘টিপ টিপ বরসা পানি।’ দর্শকাসনে বসে থাকা ভক্তদের মধ্যে উন্মাদনা তখন তুঙ্গে। অনুরাগীদের সঙ্গে সেলফিও তুলছিলেন শিল্পী। সেই ফাঁকে এক মহিলা অনুরাগীর ঠোঁটে চুম্বন করে বসলেন শিল্পী। সেলফি তুলতে গিয়ে চুম্বনে কিছুটা অপ্রস্তুতে পড়েন তরুণী। এই ভিডিওটি সোশাল মিডিয়ায় বিদ্যুৎগতিতে ভাইরাল। বিতর্কের মধ্যেই আরেকটি ভিডিও ভাইরাল হয়, সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি! শোনা যায়, অতীতে নাকি মঞ্চে পারফরম্যান্সের মাঝেই অতর্কীতে কখনও অলকা ইয়াগনিক আবার কখনও বা শ্রেয়া ঘোষালকে অতর্কীতে চুম্বন করেছিলেন উদিত নারায়ণ। সেসব ‘কেচ্ছা-দৃশ্য’ও বর্তমানে নেটপাড়ার আতসকাচের তলায়।