shono
Advertisement

Breaking News

Laapataa Ladies

লাপাতা লেডিসের মুকুটে নয়া পালক, জাপান অ্যাকাডেমি ফিল্ম প্রাইজের প্রথম পাঁচে ভারতের ছবি

অস্কারে 'স্বপ্নভঙ্গ' হয়েছিল, এবার কি জাপানে নতুন রূপকথা লিখবে আমির খান ও কিরণ রাওয়ের ছবিটি।
Published By: Biswadip DeyPosted: 04:54 PM Jan 28, 2025Updated: 04:55 PM Jan 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক চলচ্চিত্রের আঙিনায় আমির খান ও কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিজ’ ঝড় তুলেছে। যদিও আশা জাগিয়েও অস্কার থেকে ছিটকে গিয়েছে ছবিটি। তবে এবার জাপান অ্যাকাডেমি চলচ্চিত্র পুরস্কারে শর্টলিস্টেড হল ‘লাপাতা লেডিজ’। শ্রেষ্ঠ বিদেশি ছবি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করছে ছবিটি। এবার সেটি জায়গা করে নিল প্রথম পাঁচে।

Advertisement

গত বছর সিনেমা হলে মুক্তি পেয়েছিল কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’। স্পর্শ শ্রীবাস্তব, নীতাংশি গোয়েল ও প্রতিভা রান্টা অভিনীত ছবির অন্যতম প্রযোজক আমির খান। প্রায় পাঁচ কোটি টাকা বাজেটে তৈরি ছবির আয় পঁচিশ কোটি টাকার একটু বেশি। তবে সমালোচকমহলে তা সমাদৃত এবং পরবর্তীকালে OTT-তে বহু দর্শক ছবিটি দেখেছেন ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এবার দেখার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে স্বীকৃতি না মিললেও জাপানের চলচ্চিত্র প্রতিযোগিতায় সেরা শিরোপা ওঠে কিনা এর মাথায়। তবে নিঃসন্দেহে কড়া টক্করে পড়তে চলেছে ভারতীয় ছবিটি। ‘লাপাতা লেডিজ’-এর পাশাপাশি শর্ট লিস্টেড হয়েছে 'ওপেনহাইমার', 'পুওর থিংস', 'দ্য জোন অফ ইন্টারেস্ট', 'সিভিল ওয়ার'-এর মতো সারা পৃথিবীতে সাড়া ফেলে দেওয়া ছবি।

অস্কারের মঞ্চেও অনেক আশা জাগিয়েছিল কিরণ রাওয়ের স্বপ্নের এই ছবি। কিন্তু সেরা আন্তর্জাতিক ছবির তালিকায় ভোটাভুটির জন্য মোট ১৫টি ছবির মধ্যে জায়গা করে নিতে পারেনি ‘লাপাতা লেডিজ’। ছবির জন্য আমেরিকায় গিয়ে প্রচারও করেছিলেন কিরণ-আমির। কিন্তু তাতে লাভ বিশেষ হয়নি। হতাশ হন অনুরাগীরা।

ভারতের তরফ থেকে যখন ‘লাপাতা লেডিজ’কে অস্কারে পাঠানো হয় তখন অনেকেই তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, আমির-কিরণের ছবির বদলে পায়েল কাপাডিয়ার কানজয়ী সিনেমা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’কে আন্তর্জাতিক মঞ্চের লড়াইয়ের জন্য পাঠানো উচিত ছিল। এবার দেখার জাপানে ভারতকে গর্বিত করতে পারে কিনা ছবিটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আন্তর্জাতিক চলচ্চিত্রের আঙিনায় আমির খান ও কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিজ’ ঝড় তুলেছে।
  • যদিও আশা জাগিয়েও অস্কার থেকে ছিটকে গিয়েছে ছবিটি।
  • তবে এবার জাপান অ্যাকাডেমি চলচ্চিত্র পুরস্কারে শর্টলিস্টেড হল ‘লাপাতা লেডিজ’।
Advertisement