shono
Advertisement
Laapataa Ladies

'লাপাতা লেডিজ' টুকে তৈরি! আমির-কিরণের বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ নিয়ে মুখ খুললেন লেখক

গল্প চুরির মারাত্মক অভিযোগে উঠেছে আমির-কিরণের বিরুদ্ধে।
Published By: Sulaya SinghaPosted: 09:35 PM Apr 05, 2025Updated: 09:35 PM Apr 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালে সাড়া ফেলে দেওয়া সিনেমা 'লাপাতা লেডিজ' কি কিরণ রাওয়ের লেখা গল্প নয়? বিতর্ক তুঙ্গে! যে সিনেমা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে অস্কার পর্যন্ত ছুটে গিয়েছিল,তার বিরুদ্ধেই উঠেছে গল্প চুরির অভিযোগ। যার জেরে কাঠগড়ায় প্রযোজক-পরিচালক আমির খান এবং কিরণ রাও। এবার সেই বিতর্কে মুখ খুললেন ছবির গল্প লেখক বিপ্লব গোস্বামী।

Advertisement

শনিবার নিজের সোশাল মিডিয়ায় লেখক বিপ্লব গোস্বামী একটি পোস্ট করে ছবির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। গোটা ঘটনার প্রতিবাদ করে লেখক লিখেছেন, '২০১৪ সালে স্ক্রিনরাইটার্স অ্যাসোসিয়েশনের কাছে আমি 'লাপাতা লেডিজ'-এর গল্প জমা দিয়েছিলাম। সেইসময় মধ্যপ্রাচ্যের ছবিটি তৈরি হয়নি। সেই মূল কাহিনি থেকেই ২০১৮ সালে পূর্ণ দৈর্ঘ্যের ছবির চিত্রনাট্য লিখেছিলাম। প্রাথমিক অবস্থায় নাম ছিল 'টু ব্রাইডস'। এমনকী চিত্রনাট্যটি সিনেস্তান স্টোরিটেলার্স প্রতিযোগিতায় বিজয়ী হয় ওই বছরই।' পাশাপাশি তিনি দাবি করেছেন, 'সাহিত্যে ছদ্মবেশ ও পরিচয় বিভ্রান্তি নিয়ে অসংখ্য রচনা রয়েছে। উইলিয়াম শেক্সপিয়র থেকে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত একাধিক বিশ্ববিখ্যাত সাহিত্যিক এই বিষয়টি নিয়ে তাঁদের সাহিত্য সৃষ্টি করে গিয়েছেন।তাঁদের দেখানো পথেই আমি হেঁটেছি। লাপাতা লেডিজ-এর ক্ষেত্রেও এই বিষয় অবলম্বনেই কাহিনি রচনা করেছিলাম।' একই সঙ্গে তাঁর দাবি, 'আমাদের ছবির গল্প ১০০% খাঁটি। ছবির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই অভিযোগ শুধুমাত্র আমার কাজকে ছোট করেছে তাই নয় ছবির গোটা টিমকেও অপমানে বিদ্ধ করেছে।'

সম্প্রতি নেটপাড়ায় 'বোরখা সিটি' নামে মধ্যপ্রাচ্যের এক সিনেমার কিছু ক্লিপ ভাইরাল হয়। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত আরবের ওই ছবির গল্পটা খানিক মিলে যায় কিরণ পরিচালিত 'লাপাতা লেডিজ'-এর সঙ্গে। সেখানে দেখানো হয়েছে, বোরখা যতই নষ্টের গোড়া! মুখ ঢাকা থাকায় একজনের স্ত্রী বদল হয়ে যায়। আর তার পর থেকেই ওই ব্যক্তি হন্যে হয়ে বউয়ের খোঁজ করা শুরু করে। ব্যস, সিনেমার ভাইরাল কিছু ক্লিপ থেকেই বিতর্কের সূত্রপাত। কারণ 'লাপাতা লেডিজ'-এর গল্পটাও ঠিক এরকমই। ঘোমটার 'গ্যাঁড়াকলে' বউ-বদলের কাহিনি। যার সঙ্গে 'বোরখা সিটি'র সাযুজ্য খুঁজে বের করেছে নেটপাড়া। আর সেই প্রেক্ষিতেই বর্তমানে গল্প চুরির অভিযোগ বিদ্ধ কিরণ রাও এবং প্রযোজক আমির খান।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২৪ সালে সাড়া ফেলে দেওয়া সিনেমা 'লাপাতা লেডিজ' কি কিরণ রাওয়ের লেখা গল্প নয়? বিতর্ক তুঙ্গে!
  • যার জেরে কাঠগড়ায় প্রযোজক-পরিচালক আমির খান এবং কিরণ রাও।
  • এবার সেই বিতর্কে মুখ খুললেন ছবির গল্প লেখক বিপ্লব গোস্বামী।
Advertisement