shono
Advertisement
Madhuri Dixit

ওটিটিতে ফের মাধুরী 'ম্যাজিক', 'ধকধক গার্ল'কে দেখা যাবে এবার কোন সিরিজে?

'ফেম গেম'র হাত ধরে ওটিটি মাধ্যমে জার্নি শুরু করেছিলেন 'ধকধক গার্ল' মাধুরী দীক্ষিত।
Published By: Arani BhattacharyaPosted: 10:22 AM Nov 20, 2025Updated: 10:22 AM Nov 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ফেম গেম'র হাত ধরে ওটিটি মাধ্যমে জার্নি শুরু করেছিলেন 'ধকধক গার্ল' মাধুরী দীক্ষিত। ফের একবার তাঁকে নতুন সিরিজে, নতুন চরিত্রে দেখতে পাবেন দর্শক। দুর্দান্ত চমক দিয়ে সোশাল মিডিয়াতে নিজের নতুন সিরিজের ঘোষণা করলেন সম্প্রতি মাধুরী। নতুন সিরিজ 'মিসেস দেশপাণ্ডে'তে একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে তাঁকে। 

Advertisement

সোশাল মিডিয়ায় মাধুরীর করা সেই পোস্টে দেখা যাচ্ছে একেবারে অন্যরকমভাবে ধরা দিতে। কুড়ি সেকেন্ডের টিজারে দেখা যাচ্ছে মাধুরীকে একের পর এক সাজ খুলে ফেলতে। মুখের মেকআপ মুছে ফেলতে আর তারপরেই দেখা যায় তাঁকে জেলের কয়েদির লুকে। চোখের কঠিন দৃষ্টি যেন বলতে চাইছে সে। সিরিজে 'মিসেস দেশপাণ্ডে' চরিত্রে দেখা যাবে মাধুরীকে। ঠোঁটের কোণায় লুকিয়ে রয়েছে হাসি। শোনা যাচ্ছে এই সিরিজে নাকি সিরিয়াল কিলারের চরিত্রে দেখা যাবে মাধুরীকে।

 

নাগেশ কুকুনুরের পরিচালনায় এই সিরিজে থাকবে ভরপুর রহস্যরোমাঞ্চ। শোনা যাচ্ছে, ফ্রেঞ্চ থ্রিলার 'লা ম্যান্টে'র থেকে অনুপ্রাণিত হয়েই নাকি এই সিরিজ নির্মিত। এর আগে একটি অনুষ্ঠানে নতুন এই সিরিজ নিয়ে মাধুরী জানিয়েছিলেন যে, এই চরিত্রটা বেশ আলাদা তাঁর অভিনয় জীবনে। তবে তিনি খুব সচেতনভাবে যে এই চরিত্রটা বেছেছেন এমনটা নয়। এই চরিত্রটা তাঁর কাছে আসার পর ভিন্নস্বাদের চরিত্রে অভিনয় করা থেকে নাকি পিছিয়ে আসার কথা ভাবতে পারেননি তিনি। খুব তাড়াতাড়ি এবার এই সিরিজ মুক্তি পাবে বলেই জানা যাচ্ছে। যদিও তার দিনক্ষণ এখনও জানানো হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের একবার তাঁকে নতুন সিরিজে, নতুন চরিত্রে দেখতে পাবেন দর্শক।
  • দুর্দান্ত চমক দিয়ে সোশাল মিডিয়াতে নিজের নতুন সিরিজের ঘোষণা করলেন সম্প্রতি মাধুরী।
  • নতুন সিরিজ 'মিসেস দেশপাণ্ডে'তে একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে তাঁকে। 
Advertisement