সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতীতকে পিছনে ফেলে আগামী জীবনে শুচি হয়ে সুস্থ জীবন কাটানোর পরিকল্প নিলেো তা বোধহয় সবসময় কার্যকর হয় না। এই বিষয় যেন আরও একবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল উত্তরপ্রদেশের মথুরাধাম। নতুন বছরের শুরুতেই অর্থাৎ পয়লা জানুয়ারিতে মথুরায় একটি পানশালায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সানি লিওনির। আর তা জানাজানি হতেই মথুরার সাধুসন্ত ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের তরফে এই নিয়ে আপত্তি তোলা হয়। আর তারপরেই নতুন বছরের অনুষ্ঠান বাতিল হয় সানির।
নতুন বছরের মথুরার বুকে সানির অনুষ্ঠানের খবর চাউর হতেই প্রতিবাদী হয়ে ওঠে সেখানকার বিভিন্ন ধর্মীয় সংগঠন। এমনই এক সংগঠনের তরফে অনুষ্ঠানের উদ্যোক্তাদের অনুষ্ঠান বাতিলের জন্য চাপ দেওয়া হয়। কারণ হিসেবে বলা হয় যে, বছরে পর বছর মথুরা ধাম এক অন্যরকম ঐতিহ্য বহন করে চলেছে। এই তীর্থক্ষেত্রের মহিমা সকলেই জানেন। এই পবিত্রভূমিতে এমন একজন অভিনেত্রীকে আনা মানে শুধু এই ব্রজভূমি অপবিত্র করাই নয় বরং শ্রী কৃষ্ণের অপমানও। এই অনুষ্ঠানের আমরা তীবর প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই শো বাতিক করা হোক। চাপের মুখে পড়ে সানির শো বাতিল করতে বাধ্য হন শোয়ের উদ্যোক্তারা।
এক সময়ের নীল ছবির নায়িকা সানি লিওনির বলিউডে আত্মপ্রকাশ ঘটে মহেশ ভাটের ছবির হাত ধরে। জনপ্রিয় 'বিগ বস' শোতে এসে আরও বেশি সংখ্যক মানুষের অন্দরমহলে পৌঁছে গিয়েছিলেন সানি। নীল ছবির দুনিয়া ছেড়ে স্বাভাবিক আর পাঁচটা মানুষের মতোই জীবনযাপন করতে চেয়েছিলেন সানি। তিন সন্তান ও স্বামীর সঙ্গে সানির সুখী গৃহকোণ। জীবনের অতীতের ছায়া কেটে গিয়ে তাঁর শাপমোচন ঘটেছে বলেই তারপর থেকে ভেবেছেন সকলে। কিন্তু ব্রজভূমির এই ঘটনা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল যে, তা ভুল।
