সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিশপ্ত কুড়ি সালে গালওয়ান উপত্যকায় সংঘাতে জড়িয়েছিল ভারত-চিন। এবার সিনেমার পর্দায় ভারতীয় সুপারস্টারের হাতে 'লাল ফৌজ' নিধন দেখে ফুঁসে উঠল বেজিং। চিনা সংবাদমাধ্যমে 'ব্যাটেল অফ গালওয়ান'কে ভারতের জাতীয়বাদ উসকানির 'অস্ত্র' বলে কটাক্ষ করা হয়েছে। চিনের দাবি, "বিকৃত তথ্যের সিনেমা দেখিয়ে ভারত জাতীয়তাবাদের উসকানি দিচ্ছে এবং চিনা সামরিক বাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করছে।" সেই প্রেক্ষিতেই এবার বেজিংকে পালটা চড় কষাল ভারত!
দিন তিনেক আগে নিজের জন্মদিনে সবে ভারতীয় সেনাজওয়ানের জয়গান গেয়ে বহু প্রতীক্ষিত দেশাত্মবোধক ছবির টিজার প্রকাশ্যে এনেছিলেন সলমন খান। আর সেই ঝলক দেখেই তেলেবেগুনে জ্বলে উঠেছে চিন। চিনা সংবাদমাধ্যমের প্রতিবেদনে লেখা হয়েছে, "কোনও অতিনাটকীয় সিনেমা কোনও দেশের পবিত্র সার্বভৌমত্বকে কলুষিত করতে পারে না। সলমন খান অভিনীত সিনেমায় ২০২০ সালের গালওয়ান সংঘাতের তথ্য বিকৃত করা হয়েছে। তাছাড়া চিনের নেটিজেন থেকে দর্শকমহল, মোটেই 'ব্যাটেল অফ গালওয়ান'-এর ঝলক ভালো মনে নেয়নি। বরং, সিনেমার টিজার দেখে ব্যঙ্গ-বিদ্রুপ করে অতিনাটকীয় বলে তোপ দেগেছে।" এবার 'শৈল্পিক স্বাধীনতা'র মন্ত্র আওড়ে সংশ্লিষ্ট ইস্যুতে জিনপিংয়ের দেশকে কড়া বার্তা দিল ভারত।
সরকারের সূত্র মারফৎ স্পষ্ট করে জানানো হয়েছে, "আমরা শৈল্পিক স্বাধীনতায় বিশ্বাসী। ভারত এমন একটি দেশ যেখানে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এবং সিনেম্যাটিক অভিব্যক্তি এর অবিচ্ছেদ্য এক অংশ। আর এই শৈল্পিক স্বাধীনতা অনুযায়ী ভারতীয় পরিচালকরা নিজেদের মতো করে সিনেমা বানাতে পারেন। সেই স্বাধীনতা তাঁদের রয়েছে। যারা এই সিনেমাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, তারা বিষয়টি নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আর 'ব্যাটেল অফ গালওয়ান' ছবির ক্ষেত্রে সরকারের কোনও ভূমিকা নেই।" এরপরই ওয়াকিবহাল মহলের একাংশের অনুমান, 'শৈল্পিক স্বাধীনতা' এবং 'ফ্রিডম অফ স্পিচ' প্রসঙ্গ উল্লেখ করে আদতে একনায়কতন্ত্রে বিশ্বাসী চিনকেই বিঁধেছে ভারত। কারণ যে দেশ 'নির্দিষ্ট পার্টি'র অঙ্গুলি হেলনে চলে, যেখানে গণতন্ত্র পরিহাস মাত্র, সেই দেশের তরফেই কিনা ভারতের বিরুদ্ধে সিনেমার মাধ্য়মে জাতীয়তাবাদ উসকানির অভিযোগ তোলা হয়েছে!
গত শনিবার ‘ব্যাটেল অফ গালওয়ান’ ছবির টিজার শেয়ার করেই মহাচমক দেন সলমন। পয়লা ঝলক শুরুই হয় বিরসা মুণ্ডার জয়গান গেয়ে। তারপর বজরংবলী, দেশমাতৃকার জয়ধ্বনি দিয়ে সেনাবাহিনি নিয়ে ‘কর্নেল বিকুমল্লা’ রূপী সলমন আছড়ে পড়েন লাদাখ উপত্যকার চিন সীমান্তে। যেখানে এক গাছের গুড়ি হাতেই শয়ে শয়ে শত্রু নিধন করতে দেখা যায় ভাইজানকে! পরনে জওয়ানের উর্দি। চোখে প্রতিশোধের আগুন। রক্তাক্ত চেহারা, দীর্ঘদিন বাদে ‘দাবাং’ অবতারে বলিউড সুপারস্টারকে দেখে ততোধিক উচ্ছ্বসিত হন তাঁর দর্শক-অনুরাগীরাও। আর সেসব দেখেই ফুঁসছে বেজিং। গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘাত নিয়ে এই সিনেমা পর্দায় আনছেন পরিচালক অপূর্ব লাখিয়া। যিনি এর আগে ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ ছবিটি পরিচালনা করেছেন। ভাইজানের বিপরীতে নায়িকার ভূমিকায় দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে।
