shono
Advertisement
Malaika Arora Kumar Sangakkara

রাজস্থানের জার্সিতে মাঠে সঙ্গকারার পাশে মালাইকা, 'প্রেম করছেন?', উড়ে এল সোজাসাপটা প্রশ্ন

মালাইকার জীবনে কি নতুন বসন্তের ছোঁয়া?
Published By: Sandipta BhanjaPosted: 04:07 PM Mar 31, 2025Updated: 04:08 PM Mar 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরবাজ খানের সঙ্গে দু দশকের দাম্পত্য ভেঙেছে। অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের 'পোক্ত' প্রেমে ভাঙন। জীবনের ঠিক এমনই এক মোড়ে এসে পৌঁছেছেন মালাইকা অরোরা। যেখানে 'ছাঁইয়া ছাঁইয়া গার্ল' একাই একশো। এদিকে বিচারকের আসন ছাড়া বলিউডের সিনেমা-সিরিজের পর্দাতেও ব্রাত্য 'মুন্নি'! তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের অন্ত নেই অনুরাগীমহলে। এবার কুমার সঙ্গকারার সঙ্গে একফ্রেমে দেখা যেতেই ফের মালাইকার প্রেমের গুঞ্জনে শোরগোল।

Advertisement

রবিবার রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস-এর ম্যাচ দেখতে গুয়াহাটিতে পৌঁছে গিয়েছিলেন মালাইকা অরোরা। এদিন সেখানকার বরাসপারা ক্রিকেট স্টেডিয়ামের বক্স থেকেই এক ছবি ভাইরাল হয়। যেখানে রাজস্থান রয়্যালস-এর প্রাক্তন কোচ কুমার সঙ্গকারার পাশে বসে ম্যাচ উপভোগ করতে দেখা যায় বলিউডের 'মুন্নি'কে। দুজনেরই পরনে রাজস্থানের জার্সি। আর সেই ছবি নেটপাড়ায় ভাইরাল হতেই একাংশের প্রশ্ন, মালাইকার জীবনে কি নতুন বসন্তের ছোঁয়া? কেউ বা আবার সরাসরি প্রশ্ন ছুঁড়ে বসলেন- তাহলে কি কুমার সঙ্গকারার প্রেমে পড়েচেন মালাইকা? আবার কারও অনুমান, হয়তো প্রাক্তন ক্রিকেটারের আমন্ত্রণেই রবিবার রাজস্থান রয়্যালসের হয়ে গলা ফাটাতে গুয়াহাটিতে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী। সবমিলিয়ে মালাইকা-সঙ্গকারার প্রেমের গুঞ্জনে সরগরম নেটপাড়া।

বলিউড অবশ্য ক্রিকেট দুনিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অতীতেও একাধিক বলি নায়িকার সঙ্গে ক্রিকেট তারকার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে। কেউ সাতপাকে বাঁধা পড়ে ঘোরতর সংসারি হয়েছেন। আবার কারও বা প্রেম ভেঙেছে। শর্মিলা-মনসুর আলি খান পতৌদি, বিরাট-অনুষ্কা, যুবরাজ সিং-হ্যাজেল কিচ থেকে শুরু করে হরভজন সিং-গীতা বসরার মতো অনেকেই সেই তালিকায় রয়েছেন। এবার কি মালাইকাও সেই 'লিস্টি'তে নাম লেখাতে চলেছেন? কুমার সঙ্গকারার সঙ্গে তাঁর ভাইরাল ছবি ঘিরে কৌতূহলের মাত্রা উত্তরোত্তর বাড়ছে নেটপাড়ায়। আর সেই ছবি দেখেই নেটপাড়ার একাংশের ধারণা, 'অর্জুনকে ভুলে মালাইকা হয়তো নতুন পুরুষে মজেছেন।' সেখান থেকেই নতুন সম্পর্কের গুঞ্জনের সূত্রপাত!

অর্জুন কাপুর মালাইকা অরোরার সম্পর্ক ভাঙার খবরে গতবছর থেকেই সরগরম বি-টাউন। এর মাঝে দুই তরফেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট বহাল রেখেছিলেন। কেউ শান্তির খোঁজে তো কেউ বা আবার আবর্জনা কটাক্ষে নেটপাড়ায় শোরগোল ফেলছেন! সম্পর্কে ফাটল ধরার মাঝে তৃতীয় জনের প্রবেশের কথাও শোনা যাচ্ছিল। তবে তারপরও একসঙ্গে দেখা গিয়েছে অর্জুন-মালাইকাকে। এবার তারকাজুটির বিচ্ছেদের জল্পনায় সিলমোহর! অর্জুন-মালাইকার ঘনিষ্ঠ সূত্রই এই খবরে সিলমোহর বসিয়েছে। তবে বিচ্ছেদ হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাঁদের মধ্যে। একে-অপরের প্রতি শ্রদ্ধাশীল। ঘনিষ্ঠ সূত্র বলছে, এর মাঝে কারও নাক গলানো পছন্দ নয় তাঁদের। তাই বিষয়টাকে নিয়ে গোপনীয়তা বজায় রেখেছেন।

২০১৬ সালে আরবাজ-মালাইকার আলাদা থাকার কথা জানা যায়। ২০১৭ সালে আইনিভাবে তাঁদের বিচ্ছেদ হয়। এর কিছুদিন পর থেকেই অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। একটা সময়ের পর কেউই আর নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি। মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন। তা নিয়ে বিস্তর চর্চা হয়েছে। তাতে দুই তারকা কখনও কান দেননি। তবে বয়সের সেই ফারাকই কি তাঁদের সম্পর্কে অন্তরায় হলে দাঁড়াল? শোনা যায়, বান্দ্রায় ২০ কোটি টাকা দিয়ে একটি চারটি বেডরুম, কিচেন, ড্রয়িংরুমওয়ালা ফ্ল্যাট কিনেছিলেন অর্জুন। কারণ সেটি মালাইকার বাড়ির পাশে। কিন্তু এখন নাকি চিত্র আলাদা। মালাইকা ও অর্জুন এখন ভিন্ন পথের যাত্রী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেদের কিছুটা সময় দিয়েছিলেন তাঁরা। দূরে থেকেই বুঝতে চেয়েছিলেন সম্পর্কের গুরুত্ব। কিন্তু সেই দূরত্বই এবার চূড়ান্ত মোড় নিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবার রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস-এর ম্যাচ দেখতে গুয়াহাটিতে পৌঁছে গিয়েছিলেন মালাইকা অরোরা।
  • যেখানে রাজস্থান রয়্যালস-এর প্রাক্তন কোচ কুমার সঙ্গকারার পাশে বসে ম্যাচ উপভোগ করতে দেখা যায় বলিউডের 'মুন্নি'কে।
  • সেই ছবি নেটপাড়ায় ভাইরাল হতেই একাংশের প্রশ্ন, মালাইকার জীবনে কি নতুন বসন্তের ছোঁয়া?
Advertisement