shono
Advertisement
Kerala filmmaker Ranjith

'নগ্ন হতে বাধ্য করেছিল...', শ্রীলেখার পর পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে সোচ্চার উঠতি অভিনেতা

শ্রীলেখার মতো এই অভিনেতাও পরিচালকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Published By: Suparna MajumderPosted: 08:11 PM Aug 31, 2024Updated: 09:10 PM Aug 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে জাস্টিস হেমা কমিটির রিপোর্ট। তার পর শ্রীলেখা মিত্রর অভিযোগ। এবার মালয়ালম পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে সোচ্চার এক উঠতি অভিনেতা। অভিযোগ, হোটেলে ডেকে তাঁকে নগ্ন হতে বাধ্য করা হয়েছিল। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, রঞ্জিতের (Kerala filmmaker Ranjith) বিরুদ্ধে ইতিমধ্যেই কোঝিকোড় থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেতা।

Advertisement

 

 

অভিনেতা জানান, ২০১২ সালে তাঁর সঙ্গে এই ঘটনা ঘটেছিল। অভিযোগ, অডিশনের বাহানায় বেঙ্গালুরুর এক হোটেলে ওই অভিনেতাকে ডাকা হয়। তিনি বলেন, "আমায় নগ্ন হতে বাধ্য করা হয়েছিল।" অভিনেতার দাবি, তিনি প্রথমে বুঝতেই পারেননি তাঁর সঙ্গে কী হচ্ছে। ভেবেছিলেন এ বোধহয় অডিশনের অঙ্গ। নগ্ন করার পরও রঞ্জিতের হেনস্তা চলতে থাকে বলে অভিযোগ তাঁর। সকালে নাকি রঞ্জিত তাঁকে টাকাও অফার করেছিলেন।

[আরও পড়ুন: কান্দাহার হাইজ্যাকের স্মৃতি ফেরাল ‘IC 814’, কেমন হল এই সিরিজ? পড়ুন রিভিউ ]

জাস্টিস হেমা কমিটির রিপোর্টে মালয়ালম চলচ্চিত্র জগতের নানা যৌন হেনস্তার অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। তাতেই তোলপাড় মালয়ালম চলচ্চিত্র জগৎ। ইতিমধ্যেই কেরালা চলচ্চিত্র অ্যাকাডেমি থেকে ইস্তফা দিয়েছেন রঞ্জিত। সেখানকার সিনে সংগঠন AMMA থেকে পদত্যাগ করেছেন সুপারস্টার মোহনলাল। সংগঠনের আরও ১৭ জন সদস্যও পদত্যাগপত্র জমা দিয়েছেন।

গত সোমবার রঞ্জিতের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন শ্রীলেখা। অভিনেত্রীর অভিযোগ, অন্ধকার ঘরে তাঁকে অশালীনভাবে ছোঁয়ার চেষ্টা করেছিলেন মালয়ালম সিনেমার পরিচালক। এবার রঞ্জিতের বিরুদ্ধে আরও এক লিখিত অভিযোগ জমা পড়ল পুলিশের কাছে। শোনা গিয়েছে, পুলিশের বিশেষ তদন্তকারী দল এই দুই অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। এদিকে জাস্টিস হেমা কমিটির রিপোর্টের ভূয়সী প্রশংসা করেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তেলুগু চলচ্চিত্র জগতেও এমন রিপোর্ট চান বলে সোশাল মিডিয়ায় জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন: সাবধান! বাত শুধু গাঁটে গাঁটে নয়, শরীরের নানা অঙ্গে মারাত্মক প্রভাব ফেলতে পারে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রথমে জাস্টিস হেমা কমিটির রিপোর্ট। তার পর শ্রীলেখা মিত্রর অভিযোগ।
  • এবার মালয়ালম পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে সোচ্চার এক উঠতি অভিনেতা।
Advertisement