সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটবেলার বড় কথা ফাঁস করে দিলেন বরুণ ধাওয়ান। অভিনেতাকে প্রেম প্রস্তাব দিয়েছিলেন শ্রদ্ধা কাপুর। কিন্তু তিনি তা নামঞ্জুর করে দেন। একথা অনেকেই জানেন। বিষয়টি যখন প্রকাশ্যে এসেছিল, বরুণকে তার জন্য দুকথা শুনিয়েও দিয়েছিলেন শ্রদ্ধার অনুরাগীরা। কিন্তু গল্প আরও আছে। শ্রদ্ধার প্রেম নাকচ করায় মার খেতে হয়েছিল বরুণকে। অভিনেতা নিজেই ফাঁস করলেন ছেলেবেলার সেই কথা।
অভিনেতা শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা। আর পরিচালক ডেভিড ধাওয়ানের ছেলে বরুণ। অতএব একসঙ্গেই দুজনের বড় হয়ে ওঠা। দুজনের যখন আট বছর বয়স, তখনই ঘটেছিল প্রেমের ঘাত-প্রতিঘাতের ঘটনা। অতীতের কথা বর্তমানে শ্রদ্ধাই নতুন করে নিয়ে আসেন। এক সাক্ষাৎকার দিতে গিয়ে অভিনেত্রী জানান, বরুণ তাঁর প্রেম প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ছোটবেলায়।
কী হয়েছিল? বরুণকে বড় পছন্দ ছিল আট বছরের শ্রদ্ধার। একবার খেলার মাঝে ডেভিডপুত্রকে পাহাড়ে নিয়ে যান অভিনেত্রী। সেখানে সরাসরি প্রেম প্রস্তাব দেন। কিন্তু বরুণ সেই প্রস্তাব সঙ্গে সঙ্গেই নাকচ করে দেন। কীভাবে বরুণ শ্রদ্ধা কাপুরের প্রেম প্রস্তাব এভাবে ফিরিয়ে দিতে পারেন? প্রশ্ন ছিল ইউটিউবার শুভঙ্কর মিশ্রর।
শুভঙ্করের প্রশ্ন শুনেই বরুণ বলেন, "এর পরের ঘটনা আমার থেকে শুনে নিন।" অভিনেতা জানান, শ্রদ্ধা তাঁকে মাত্র আট বছর বয়সে প্রপোজ করেছিলেন। সেই সময় তো তাঁর ভালোবাসা নিয়ে কোনও আগ্রহ ছিল না। কিন্তু এর দুবছর পর যখন তিনি শ্রদ্ধার ১০ বছরের জন্মদিনের পার্টিতে যান, সেখানে তিনজন ছেলের হাতে মার খান। বরুণের দাবি, ওই তিনজন ছেলে শ্রদ্ধাকে খুব পছন্দ করত। তাই তারা যখন জানতে পারে যে বরুণ শ্রদ্ধার মনে এভাবে আঘাত দিয়েছেন, বেজায় ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। কথা কাটাকাটির পর হাতাহাতি শুরু হয়ে যায়। শ্রদ্ধার জন্য বেশ কয়েক ঘা খেতে হয় বলিউডের 'বেবি জন'কে।