সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে দেশভক্তি দেখাতে গিয়ে প্রবল কটাক্ষের মুখে পাকিস্তানি গায়ক চাহাত ফতেহ আলি খান। তাঁকে নিয়ে শুরু হয়েছে অজস্র মিম। অপারেশন সিঁদুরের পর দুই দেশের সংঘর্ষ বিরতির আবহে একটি প্যারোডি গান বাঁধেন গায়ক। তা নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশও করেন তিনি। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই গান। সঙ্গে এই গানকে ঘিরে শুরু হয়েছে মিম-ঝড়।
পাকিস্তানি ওই গায়কের সোশাল মিডিয়া হ্যান্ডেলগুলি ইতিমধ্যেই ভারতে নিষিদ্ধ করা হয়েছে ঠিকই। ৪ মিনিট ২০ সেকেন্ডের ওই গানটি শুনে যা হওয়ার তা ততক্ষণে হয়ে গিয়েছে। গান শুনে রীতিমতো হেসে খুন ভারতীয়রা। চাহাত ফতেহ আলির ওই গান সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই তা নিয়ে তুমুল ট্রোল হয়েছেন তিনি। নানারকমের মন্তব্য করেছেন নেটিজেনরা।
গানের গুঁতো সহ্য করতে না পেরে কেউ বলেছেন, 'পাকিস্তানের এদেশে যে কোনও পরমাণু আক্রমণের থেকেও সাংঘাতিক এই গান। এটা একেবারেই নেওয়া যাচ্ছে না,'। কেউ আবার লিখেছেন, 'ওই দেশটা পুরোটাই বিনোদনে ভরা। পুরো দেশটাই একটা মিম মেটেরিয়াল। এই গান শুনে আমাদের কান থেকে রক্ত ক্ষরণ হচ্ছে।' ভারত- পাক সংঘর্ষের আবহে উত্তপ্ত পরিস্থিতিতে এই গান পাকিস্তানকে যেন আর বেশি করে হাস্যাস্পদ করে তুলেছে।