shono
Advertisement
Mimi Chakraborty

রক্তাক্ত চেহারা, দা হাতে রণং দেহি মেজাজে মিমি, প্রকাশ্যে 'ডাইনি'র রগরগে টিজার

সিরিজে মায়ের নামেই মিমি চক্রবর্তীর চরিত্রের নামকরণ করেছেন পরিচালক নির্ঝর মিত্র।
Published By: Sandipta BhanjaPosted: 08:07 PM Feb 21, 2025Updated: 08:09 PM Feb 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধুমাসে 'দুষ্টু কোকিল' থেকে সোজা 'ডাইনি'! সম্প্রতি জন্মদিনে 'ডাইনি' অবতারে ধরা দিয়েছিলেন মিমি চক্রবর্তী। হাতে দা, রক্তাক্ত চেহারা, অভিনেত্রীর এহেন লুক দেখে অনেকেই কার্যত চমকে উঠেছিলেন। এবার ২১ ফ্রেব্রুয়ারি, ভাষা দিবসে 'ডাইনি'র কর্মকাণ্ডের ঝলক দেখালেন অভিনেত্রী।

Advertisement

উত্তরবঙ্গের প্রেক্ষাপটে দুই বোনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে 'ডাইনি'র গল্প। বড়বোনের নাম পাতা এবং ছোট বোনের নাম লতা। মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) দেখা যাবে পাতার চরিত্রে। পরিচালক নির্ঝর মিত্র এক্ষেত্রে রিয়েল লাইফের নাম রিল লাইফে তুলে ধরেছেন। তাঁর মায়ের নাম পাতা এবং মাসির নাম লতা। দুই বোনের সম্পর্কের জটিলতার গল্প দেখা যাবে এই সিরিজে। বাস্তবজীবনের বেশ কিছু ঘটনার সঙ্গে কাল্পনিক কথাকাহিনি মিশিয়ে চিত্রনাট্য সাজানো হয়েছে, বলে সংবাদ প্রতিদিন ডট ইন-কে জানালেন পরিচালক নির্ঝর। দুই বোনের তিক্ত সম্পর্কের নেপথ্যের কারণ কী? সেই উত্তরের জন্য অপেক্ষা করতে হবে ১৪ মার্চ পর্যন্ত। কারণ সেদিনই হইচই-এর পর্দায় মুক্তি পাচ্ছে 'ডাইনি'।

টিজারে (Dainee Teaser) দেখা গেল, রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছেন মিমি। চেহারা ক্ষত-বিক্ষত। ব্র্যাকগ্রাউন্ডে মিমির কণ্ঠেই শোনা গেল, "মা বলত ওকে আগলে রাখার দায়িত্ব আমার, আমি কোনওদিনও মানিনি। ছোট থেকে ভাবতাম ও অপয়া, ছোটলোক। হঠাৎ একদিন মাকে ভগবান নিয়ে চলে গেল। আর তারপর আমিও ওকে এই নরকে রেখে পালিয়ে গেলাম। তারপর ওরদিকে ঘুরেও তাকাইনি।" নেপথ্যে দুই বোনের শৈশবের বেশ কিছু স্মৃতি ফুটে উঠল। ঝলকের একেবারে অগ্নিম লগ্নে রণং দেহি মেজাজে কাটারি হাতে ছুটতে দেখা গেল 'পাতা' মিমিকে। বোনকে বাঁচাতেই কি এহেন পদক্ষেপ? জানতে হলে
হইচই-এর পর্দায় দেখতে হবে 'ডাইনি'।

উল্লেখ্য, 'ডাইনি'র লোকেশন হিসেবে ভূমিপুত্র নির্ঝরের কাছে প্রাধান্যও পেয়েছে উত্তরবঙ্গ। সেখানকার বিভিন্ন লোকেশনে সিরিজের শুটিং হয়েছে। প্রসঙ্গত, এর আগে 'হইচই'-এর 'যাহা বলিব সত্য বলিব' ওয়েব সিরিজে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকে। এবার তাঁর দ্বিতীয় ওয়েব সিরিজ 'ডাইনি'র ঝলক প্রকাশ্যে এল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২১ ফ্রেব্রুয়ারি, ভাষা দিবসে 'ডাইনি'র কর্মকাণ্ডের ঝলক দেখালেন মিমি চক্রবর্তী।
  • উত্তরবঙ্গের প্রেক্ষাপটে দুই বোনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে 'ডাইনি'র গল্প।
  • সিরিজে মায়ের নামেই মিমি চক্রবর্তীর চরিত্রের নামকরণ করেছেন পরিচালক নির্ঝর মিত্র।
Advertisement