সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডাইনি সন্দেহে গণপিটুনি থেকে হত্যা, উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলের প্রেক্ষাপটে মুক্তি পাচ্ছে নির্ঝর মিত্রর নতুন সিরিজ। কুসংস্কারাচ্ছন্ন অন্ধকার সমাজে দুই বোনের বাঁচার লড়াইয়ের কাহিনি ফুটে উঠবে ওটিটর পর্দায়। নারী দিবসের প্রাক্কালে শুক্রবার রাতে মুক্তি পেল 'ডাইনি'র রুদ্ধশ্বাস ট্রেলার।

উত্তরবঙ্গের প্রেক্ষাপটে দুই বোনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘ডাইনি’র গল্প (Dainee Trailer)। বড়বোনের নাম পাতা এবং ছোট বোনের নাম লতা। মিমি চক্রবর্তীকে দেখা যাবে পাতার চরিত্রে। গ্রামের বাসিন্দারা যখন ডাইনি সন্দেহে বোনের উপর চড়াও হয়, তখন রণং দেহি অবতারে তার প্রাণ বাঁচাতে মাঠে নামে পাতা। লতা, যে কিনা শৈশব থেকেই দিদির 'চোখের বালি', সেই বোনের জন্য গোটা গ্রামের বিরুদ্ধে যায় পাতা। এমনকী নিজের প্রাণের পরোয়াও করে না সে। পাতা কি পারবে এই কুপ্রথার হাত থেকে বোনকে রক্ষা করে নতুন জীবন দিতে? সেই উত্তর নিয়ে 'ডাইনি' হইচই-এর প্ল্যাটফর্মে আসবে আগামী ১৪ মার্চ।
দুই বোনের চরিত্রের নামকরণের ক্ষেত্রে পরিচালক নির্ঝর মিত্র ব্যবহার করেছেন তাঁর মা এবং মাসির নাম। লতা-পাতা। দুই বোনের সম্পর্কের জটিলতার গল্প দেখা যাবে এই সিরিজে। বাস্তবজীবনের বেশ কিছু ঘটনার সঙ্গে কাল্পনিক কথাকাহিনি মিশিয়ে চিত্রনাট্য সাজানো হয়েছে, বলে সংবাদ প্রতিদিন ডট ইন-কে জানালেন পরিচালক নির্ঝর। দুই বোনের তিক্ত সম্পর্কের নেপথ্যের কারণ কী? সেই উত্তরের জন্য অপেক্ষা করতে হবে ১৪ মার্চ পর্যন্ত। কারণ সেদিনই হইচই-এর পর্দায় মুক্তি পাচ্ছে 'ডাইনি'।
উল্লেখ্য, ‘ডাইনি’র লোকেশন হিসেবে ভূমিপুত্র নির্ঝরের কাছে প্রাধান্যও পেয়েছে উত্তরবঙ্গ। সেখানকার বিভিন্ন লোকেশনে সিরিজের শুটিং হয়েছে। প্রসঙ্গত, এর আগে ‘হইচই’-এর ‘যাহা বলিব সত্য বলিব’ ওয়েব সিরিজে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকে। এবার তাঁর দ্বিতীয় ওয়েব সিরিজ ‘ডাইনি’র ট্রেলার প্রকাশ্যে এল।