shono
Advertisement
Kajol

'বিশ্রীভাবে' কাজলকে ক্যামেরাবন্দি, পাপারাজ্জিদের একহাত নিলেন অভিনেত্রী

'কাকে কেমন দেখতে লাগবে সেটাও কি আপনারাই ঠিক করে দেবেন?' প্রশ্ন তুললেন অভিনেত্রী।
Published By: Arani BhattacharyaPosted: 04:47 PM Aug 24, 2025Updated: 04:47 PM Aug 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে পাপারাজ্জিদের উপর ক্ষোভপ্রকাশ করার ঘটনা নতুন কিছু নয়। এবার ফের পাপারাজ্জিদের উপর ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী মিনি মাথুর। নেপথ্যে ঠিক কোন কারণ?

Advertisement

জানা যাচ্ছে, সম্প্রতি 'ট্রায়াল'র প্রচারে একটি কালো বডিকন ড্রেসে সেজে এসেছিলেন কাজল। আর সেই ভিডিও ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল। আর তার পর থেকেই এই পোশাক পরার জন্য কাজলকে রীতিমতো ট্রোলের শিকার হতে হচ্ছে। আসলে কাজলের সেই ভাইরাল হওয়া ভিডিও মূলত পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি করা। যেখানে বিভিন্ন দিক থেকে কাজলের দিকে ক্যামেরা তাক করেছিলেন তাঁরা। আর এর ফলেই নায়িকার শরীরের প্রতিটি ভাঁজ খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। আর এর জেরেই তাঁকে নিয়ে শুরু হয় ট্রোলিং। এবার পাপারাজ্জিদের উপর এর জেরেই বেজায় চটলেন মিনি।

 

এই ঘটনার সমালোচনা করে মিনি বলেন, "খুব কাছ থেকে ইচ্ছা করেই পাপারাজ্জিরা এই ছবি তুলেছেন। এর ফলে কাজলের শরীরের বিভিন্ন অংশ ফুটে উঠেছে সুস্পষ্টভাবে ক্যামেরায়। আর তাই জন্যই কাজলকে এত কটাক্ষের শিকার হতে হচ্ছে। কাজলের শরীরের উপর এভাবে জুম করে ছবি তোলা একেবারেই উচিত হয়নি। কাকে কেমন দেখতে লাগবে সেটাও কি আপনারাই ঠিক করে দেবেন? উল্লেখ্য, এদিন প্রচারের এই ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা কাজলকে কটাক্ষ করে লেখেন, 'মোটা হয়ে গিয়েছেন', 'আপনি কি অন্তঃসত্ত্বা?' তবে এসবে একেবারেই কান দিতে নারাজ কাজল নিজেও। এসব আলোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো প্রচারপর্বে মন দিয়েছেন পর্দার 'নয়নিকা সেনগুপ্ত' থুরি কাজল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জানা যাচ্ছে, সম্প্রতি 'ট্রায়াল'র প্রচারে একটি কালো বডিকন ড্রেসে সেজে এসেছিলেন কাজল।
  • আর সেই ভিডিও ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল। আর তার পর থেকেই এই পোশাক পরার জন্য কাজলকে রীতিমতো ট্রোলের শিকার হতে হচ্ছে।
  • আসলে কাজলের সেই ভাইরাল হওয়া ভিডিও মূলত পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি করা।
Advertisement