shono
Advertisement
Mainul Ahsan Nobel

কলেজ ছাত্রীকে বাড়িতে আটকে রেখে দিনের পর দিন যৌন হেনস্তা! গ্রেপ্তার বাংলাদেশি গায়ক নোবেল

বিতর্ক যেন পিছু ছাড়ছে না বাংলাদেশি গায়ক নোবেলের।
Published By: Arani BhattacharyaPosted: 02:39 PM May 20, 2025Updated: 03:01 PM May 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও বিতর্কে বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেল (Mainul Ahsan Nobel)। এবার অপহরণ ও যৌন হেনস্তার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এক মহিলাকে টানা সাত মাস নিজের বাড়িতে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগের আঙুল তাঁর দিকে। সোমবার বাংলাদেশের এমার্জেন্সি হেল্প নম্বরে ফোন পেয়ে ওই মহিলাকে উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই নোবেলকে গ্রেপ্তার করছে বাংলাদেশের ডেমরা থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

Advertisement

জানা যাচ্ছে, এক কলেজ ছাত্রীকে বেশ কয়েক মাস আগে বিয়ের প্রস্তাব দেন গায়ক (Bangladeshi Singer)। শুধু তাই নয় তাঁকে দেখা করার জন্যও ডেকেও পাঠান। অভিযোগ, এরপর থেকেই নাকি নিজের বাড়িতে তাঁকে আটকে রেখে নির্যাতন চালিয়ে গিয়েছিলেন নোবেল। শুধু তাই নয় সেই সমস্ত ছবি ও ভিডিও ফোনবন্দি করে লাগাতার ভয় দেখিয়েও গিয়েছেন বলেও তাঁর বিরুদ্ধে অভিযোগ।

ব্যক্তিজীবন থেকে কর্মজীবন, নিজের কাজের জন্যই বারবার সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন গায়ক নোবেল। এবারও তাঁর ব্যাতিক্রম নয়। বিতর্ক যেন পিছু ছাড়ছে না নোবেলের।উল্লেখ্য, আট মাস আগেই নেশামুক্তি কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন গায়ক। অতীতে রবীন্দ্রনাথকে নিয়ে আলটপকা মন্তব্য করায় বিতর্কে জড়িয়েছিলেন তিনি। নিজের বিভিন্ন ভুল কাজ নিয়ে তিনি অনুতপ্ত, এমন দাবি করলেও ওয়াকিবহাল মহলের দাবি, তাঁর আচরণ ও কার্যকলাপে তা এতটুকু প্রকাশ পায়নি। তাঁর সমালোচনায় মুখর হয়েছিলেন গায়িকা ইমন চক্রবর্তী। নোবেলের এই মন্তব্যের জেরে তাঁকে রীতিমতো ‘চাবকাতে’ চেয়েছিলেন গায়িকা ইমন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আবারও বিতর্কে বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেল।
  • এবার অপহরণ ও যৌন হেনস্তার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
  • এক মহিলাকে টানা সাত মাস নিজের বাড়িতে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগের আঙুল তাঁর দিকে।
Advertisement