shono
Advertisement
Montu Pilot 3

আট বছরের অপেক্ষার অবসান, সৌরভের জন্মদিনেই প্রকাশ্যে 'মন্টু পাইলট ৩'-এর ফার্স্ট লুক, কবে মুক্তি?

২০১৯ সালে পর্দায় 'মন্টু'র সঙ্গে শেষ দেখা হয়েছিল দর্শকের। এমনকী তুমুল জনপ্রিয়ও হয়েছিল সেই সিরিজ। এরপর এতবছরে নানা সময় দর্শক প্রশ্ন ছুড়েছেন কবে পর্দায় ফিরবে 'মন্টু'?
Published By: Arani BhattacharyaPosted: 12:12 PM Jan 21, 2026Updated: 02:00 PM Jan 21, 2026

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় ফিরছে 'মন্টু পাইলট'। ২০১৯ সালে পর্দায় 'মন্টু'র সঙ্গে শেষ দেখা হয়েছিল দর্শকের। এমনকী তুমুল জনপ্রিয়ও হয়েছিল সেই সিরিজ। এরপর এতবছরে নানা সময় দর্শক প্রশ্ন ছুড়েছেন কবে পর্দায় ফিরবে 'মন্টু'? এবার সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দার 'মন্টু' অর্থাৎ অভিনেতা সৌরভ দাসের জন্মদিনে, ২১ জানুয়ারিতেই সামনে এল দেবালয় ভট্টাচার্যের 'মন্টু পাইলট ৩' (Montu Pilot 3)-এর চরিত্রদের লুক। 

Advertisement

আগের সিজনের মতোই সৌরভ যে ফের এই চরিত্রে সমস্ত লাইমলাইট নিজের দিকে কেড়ে নেবে তা অনুমেয়। হাতে বন্দুক, চোখে কাজল, তীক্ষ্ণ দৃষ্টি সবমিলিয়ে মন্টু আগের মতোই স্বমহিমায়। তবে শোনা যাচ্ছে যে এবার পর্দার মন্টু নাকি হতে চলেছে অনেক বেশি পরিণত। মন্টুর পাশাপাশি এই সিরিজে আরও এক আকর্ষণের কেন্দ্রবিন্দু ভ্রমর। যদিও আগের সিরিজে ভ্রমরের অনুপস্থিতিতে একটু মন খারাপ হয়েছিল সকলের। তবে এবার সেই অভাব যে পূরণ হতে চলেছে সে কথা বলাই বাহুল্য।

সৌরভ ও শোলাঙ্কির সঙ্গে সিরিজে বিশেষ ভূমিকায় দেখা যাবে চান্দ্রেয়ী ঘোষ, পার্নো মিত্র, কিউ প্রমুখকে। আগের মতোই 'বিবিজান' চরিত্রে দেখা যাবে চান্দ্রেয়িকে। সিজন ৩-এর ফার্স্ট লুকেই তাক লাগিয়েছেন আগের মতো অভিনেত্রী। অন্যদিকে নতুনভাবে ধরা দেবেন পার্নো মিত্র। যদিও তাঁকে এই সিরিজে কোন চরিত্রে দেখা যাবে তা এখন খোলসা করা হয়নি। তবে সিজন ৩তে কিউকে খলচরিত্রে দেখবেন দর্শক এমনতাই জানা যাচ্ছে। সব ঠিক থাকলে আগামী মার্চ মাসে দলের মরশুমে মুক্তি পেতে পারে 'মন্টু পাইলট সিজন ৩'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement