সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'রকস্টার' হোক বা 'মাড্রাস ক্যাফে', অভিনেত্রী নার্গিস ফকরির (Nargis Fakhri) সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন দর্শক-অনুরাগীরা। তবে সময়ের সঙ্গে বলিউডের সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে। লাইমলাইট থেকে এখন বহুদূরে নার্গিস। হিন্দি সিনেমার পর্দাতেও তাঁর দেখা নেই দীর্ঘদিন। শোনা যায়, বলিউডে দু দুবার মন ভাঙার পর পাততাড়ি গুটিয়ে মার্কিন মুলুকে চলে যান অভিনেত্রী। প্রথমবার 'রকস্টার' রণবীর কাপুরের সঙ্গে নাম জড়ায় তাঁর। দ্বিতীয়বার উদয় চোপড়ার সঙ্গে নার্গিসের মাখোমাখো প্রেমের গুঞ্জনে তোলপাড় হয় বলিউড। কোনও সম্পর্কই সুখকর হয়নি তাঁর জন্যে। এবার চুপিসারে বিয়ে করে ফের চর্চার শিরোনামে অভিনেত্রী।
পাত্রটি কে? জানা গিয়েছে, উদয় চোপড়ার সঙ্গে প্রেম ভাঙার পরই মার্কিনি বাসিন্দা টোনি বেগকে মন দিয়েছিলেন নার্গিস ফকরি। বছর খানেক সম্পর্কের পর এবার তাঁর সঙ্গেই ছাদনাতলায় বসলেন অভিনেত্রী। ঢাকঢোল পিটিয়ে জাঁকজমক করে নয়, বরং লস অ্যাঞ্জলসে দুই পরিবারকে সাক্ষী রেখে একেবারে ছিমছামভাবেই বিয়ে করলেন নার্গিস ফকরি (Nargis Fakhri Marriage)। উপস্থিত ছিলেন তাঁদের ঘনিষ্ঠ বন্ধুরাও। সোশাল মিডিয়ায় একটি 'ওয়েডিং কেক'-এর ভাইরাল ছবি ঘিরেই জল্পনার সূত্রপাত। যেখানে বর-কনের নামের আদ্যাক্ষর লেখা- NFএবং TB। সঙ্গে স্বর্ণাক্ষরে জুড়ে দেওয়া হয়েছে 'শুভ বিবাহ'।
বলিউড মাধ্যম সূত্রে খবর, টোনি বেগ মার্কিন মুলুকের উদ্যোগপতি। আদতে কাশ্মীরি পরিবারের ছেলে। তবে আমেরিকাতেই বেড়ে ওঠা তাঁর। বিগত তিন বছর ধরে নার্গিস ফকরির সঙ্গে সম্পর্কে ছিলেন। যদিও সম্পর্কে থাকাকালীন বিষয়টা গোপনেই রেখেছিলেন টনি-নার্গিস। এবার সাতপাকে বাঁধা পড়লেন তাঁরা। সূত্রের খবর, ক্যালিফোর্নিয়ার বেভারি হিলসের একটি বিলাসবহুল হোটেলে বসেছিল বিয়ের আসর। যদিও তঁদের বিয়ের কোনও ছবি প্রকাশ্যে আসেননি। তবে বর্তমানে দম্পতি সুইৎজারল্যান্ডে মধুচন্দ্রিমায় ব্যস্ত। সেখান থেকে একটি ছবি শেয়ার করেই বিয়ের জল্পনাযজ্ঞে ঘৃতাহূতি দিলেন তাঁরা।
