সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরেই মা-বাবা হয়েছেন বলিউডের বহু সেলেব দম্পতি। সেই তালিকায় রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আডবানি, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ, রাজকুমার রাও-পত্রলেখা প্রমুখ। এক কথায় বলা যায় নতুন সদস্যদের নিয়ে নতুন করে জীবনের ইনিংস শুরু করেছেন তাঁরা। গত জুলাই মাসে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানির কোল আলো করে এসেছে কন্যাসন্তান। গত ৬ নভেম্বর পুত্রসন্তান এসেছে ভিকি-ক্যাটরিনার ঘরে। আর শনিবার, ১৫ নভেম্বর, চতুর্থ বিবাহবার্ষিকীতে কন্যাসন্তান জন্ম নিয়েছে রাজকুমার-পত্রলেখার ঘরে। এ যেন বিয়ের দিনের জন্মদিনে ঈশ্বরের পাঠানো আশীর্বাদ তাঁদের কাছে। নতুন মা-বাবাকে ঘরে নতুন সদস্য আসার শুভেচ্ছা জানিয়েছেন বলিপাড়ার আরও এক নতুন মা-বাবা সিদ্ধার্থ-কিয়ারা।
এদিন রাজকুমার-পত্রলেখাকে শুভেচ্ছা জানিয়ে সিদ্ধার্থ-কিয়ারা লেখেন, 'তোমাদের জীবনের সবথেকে দামি উপহার, তোমাদের কন্যাসন্তান ঘরে আসার অনেক শুভেচ্ছা। জীবনের নতুন অধ্যায় শুরু হল তোমাদের।' এই পোস্টের উত্তরে ধন্যবাদ জানিয়ে রাজকুমার লেখেন, 'ধন্যবাদ কিয়ারা। তোমাদের ৩ জনের আগামী দিনগুল যেন ঈশ্বরের আশীর্বাদে ভালো কাটে। তোমাদের পরিবারের খুদে সদস্যটির সঙ্গে দেখা হওয়ার অধীর অপেক্ষায় রয়েছি।"
২০১৪ সালে, হনসল মেহতার 'সিটি লাইটস' ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন রাজকুমার-পত্রলেখা। সেখান থেকেই কাছাকাছি আসার সূত্রপাত। বন্ধুত্ব, তারপর দীর্ঘ প্রেমের সম্পর্ক পরিণতি পেয়েছিল ২০২১ সালে। সন্তান আসার আগে পত্রলেখাকে নিয়ে নিউজিল্যান্ডে বেবিমুন সেরেছেন অভিনেতা। অন্যদিকে চলতি বছরের ১৫ জুলাই সিদ্ধার্থ-কিয়ারার কোল জুড়ে কন্যাসন্তান আসার খুশি, অভিনেতা-স্বামী সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে জমিয়ে উপভোগ করছেন নায়িকা। মাতৃত্বের এই জার্নি যে তাঁর কাছে ঠিক কতটা উপভোগ্য তা মাঝেমাঝেই বুঝিয়ে দিয়েছেন কিয়ারা।
